নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু
Published: 12th, March 2025 GMT
ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল ছিল মঙ্গলবার। প্রধান অথিতিকে বরণ করা নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত এক কর্মী বুধবার বিকেলে মারা গেছেন। এটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দরে। নিহত গনিউল ইসলাম (৫৭) পাঁচন্দর ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বড় ভাই।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিলের আগে তানোরের কৃষ্ণপুর মোড়ে দুই পক্ষে হাতাহাতি ও মারামারি ঘটে। এক পক্ষে ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা এবং তাদের অনুসারীরা। আরেক পক্ষে ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মোমিন ও তাঁর লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার মাহফিল শুরুর আগে উভয় পক্ষের নেতাকর্মী-সমর্থকরা কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিন। মোমিনের পক্ষ থেকে প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাধা দেন মুজিবুর। এতে ক্ষিপ্ত হয়ে মোমিন ও তাঁর অনুসারীরা মুজিবুর ও মোর্তুজার ওপর চড়াও হয়। তাদের লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে মুজিবুরের নেতাকর্মীরা মোমিন ও গনিউলের ওপর হামলা চালায়। এতে গনিউল গুরুতর আহত হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিন সমকালকে বলেন, ‘ইফতার মাহফিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি মর্মাহত। ইফতারির স্থান থেকে অনেক দূরে এসব ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা দলীয়ভাবে অপরাধীদের বিষয়ে কঠোর অবস্থান নেব।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা.
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মারামারির ঘটনায় একজন মারা গেছেন। থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ন ব এনপ ত কর ম
এছাড়াও পড়ুন:
মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়: বাংলাদেশ জাসদ
সংবিধানে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মনে করে বাংলাদেশ জাসদ। আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নিজেদের এ অবস্থান তুলে ধরে দলটি।
আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকের শুরুতে নিজেদের প্রস্তাবনার সারসংক্ষেপ পাঠ করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।
মুশতাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। অবশ্যই চব্বিশের গণ–অভ্যুত্থান উল্লেখ করার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। সেই সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নব্বইয়ের গণ–অভ্যুত্থানও তাৎপর্যপূর্ণ। এই গণ–অভ্যুত্থানকেও সংবিধানে মর্যাদার সঙ্গে উল্লেখ করা প্রয়োজন। সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও ৭ মার্চের ভাষণ অপসারণ তাঁরা সমর্থন করেন না। দেশের নাম বাংলাতে পরিবর্তনকে তাঁরা অনাবশ্যক বলে মনে করেন।
আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃতপক্ষে জনগণের।আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃতপক্ষে জনগণের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ করতে চায় কমিশন। এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা