Prothomalo:
2025-04-19@05:03:16 GMT

ডেভিড কুশনারের শো বাতিল

Published: 12th, March 2025 GMT

যুক্তরাজ্য ও ইউরোপ সফরের বাকি শো বাতিল করছেন মার্কিন গায়ক ডেভিড কুশনার। মানসিক স্বাস্থ্যগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর বিবিসির।

সোমবার সন্ধ্যায় ম্যানচেস্টারের শো বাতিল করেছেন ২৪ বছর বয়সী এই গায়ক। লিথুয়ানিয়া ও বেলজিয়াম সফরের আগে যুক্তরাজ্যের বার্মিংহাম, ব্রিস্টল, লন্ডন এবং ডাবলিনে শো করার কথা ছিল কুশনারের।

এক ইনস্টাগ্রাম পোস্টে কুশনার লিখেছেন, ‘আমি শো চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু এখন আমাকে পিছিয়ে আসতে হচ্ছে। আপাতত সুস্থ হওয়ার দিকে মন দিতে হবে।’

গত শুক্রবার রাতে নিউক্যাসলের কনসার্টে কান্নায় ভেঙে পড়েন ডেভিড কুশনার, অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়ে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি উদ্বেগ মোকাবিলা করছি। আমি মানসিকভাবে ঠিক নেই।’

মানসিক স্বাস্থ্য ও সংগ্রাম নিয়ে মুখ খোলার জন্য ডেভিড কুশনারের প্রশংসা করেছে এ বিষয়ে কাজ করা দাতব্য সংস্থা অ্যাংজাইটি ইউকে। নিউজবিটকে তারা জানিয়েছে, গায়ক তাঁর সংগ্রাম সম্পর্কে মুখ খুলে যে সাহসিকতা দেখিয়েছেন, যা সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র ডেভিড স্মিথসন বলেন, ‘এটা নিজেকে কতটা দুর্বল করে দিতে পারে, ভুক্তভোগী হিসেবে তিনি অন্যদের তা সহজেই বোঝাতে সহায়তা করতে পারবেন।’

সবার উদ্দেশে প্রতিষ্ঠানটির পরামর্শ, উদ্বেগের লক্ষণ দেখা দিলে, আপনি একজন থেরাপিস্ট বা কাউন্সেলরের সঙ্গে কথা বলুন, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন এবং নিয়মিত ব্যায়াম করুন।

আরও পড়ুনহাসপাতাল থেকে ফিরেই মঞ্চে ঝড় তুললেন শাকিরা২৭ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিড কুশনার ২০২২ সালে টিকটকে ‘মিজারেবল ম্যান’ গানটির মাধ্যমে খ্যাতি অর্জন করেন। স্পটিফাইতে এই সংগীতশিল্পীর মাসিক শ্রোতা প্রায় ১ কোটি ৬০ লাখ। ২০২৩ সালে তাঁর অন্যতম হিট ‘ডেলাইট’ প্রকাশ পায়, বর্তমানে স্পটিফাইতে ১.

৪ বিলিয়ন স্ট্রিম রয়েছে। গানটি যুক্তরাজ্যের একক চার্টে দ্বিতীয় স্থানে উঠে আসে এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে শীর্ষ স্থানে পৌঁছে যায়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হামজার হলুদ কার্ড, তিন ম্যাচ পর জয় শেফিল্ডের

চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার দৌড়ে বেশ পিছিয়ে পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াল হামজা চৌধুরীর দল। শনিবার নিজেদের মাঠে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের স্বপ্ন আবারও জিইয়ে রাখল শেফিল্ড।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা করেও গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৩৩ মিনিটে গুস্তাভো হ্যামারের দুর্দান্ত এক শটে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে হামজারা।  

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে শেফিল্ড। মাঝমাঠে নিয়মিত দারুণ পারফর্ম করা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ৬৯ মিনিটে ফাউল করে দেখেন হলুদ কার্ড। এরপর ৮৭ মিনিটে গোল করেন ব্রেরেটন দিয়াজ, যা নিশ্চিত করে দলের তিন পয়েন্ট। পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হামজা।  

এই জয়ে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বার্নলি।  

চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ দুই দল সরাসরি উঠবে ইংলিশ প্রিমিয়ার লিগে। তৃতীয় থেকে ষষ্ঠ অবস্থানে থাকা চার দল খেলবে প্লে-অফ, যেখানে একটি দল উঠবে প্রিমিয়ার লিগে। এই মৌসুমে শেফিল্ডের হাতে রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ। সরাসরি প্রমোশনের স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ হামজাদের জন্য।

সম্পর্কিত নিবন্ধ