পাকিস্তানে জিম্মি ট্রেনের সব জঙ্গি নিহত
Published: 12th, March 2025 GMT
পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলায় জিম্মি করে রাখা পেশোয়ারগামী ট্রেনে থাকা সব জঙ্গি নিহত হয়েছে। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাহিনী সফলভাবে বিপুল সংখ্যক জিম্মিকে উদ্ধার করেছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, যাদের সন্ত্রাসীরা মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল।
ডন অনলাইন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ১৯০ জন জিম্মিকে উদ্ধার করেছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ক্লিয়ারেন্স অপারেশনটি অত্যন্ত সতর্কতা এবং দক্ষতার সাথে পরিচালিত হয়েছিল, যার ফলে অনেক নিরীহ জীবন রক্ষা পেয়েছে। সন্ত্রাসীদের বর্বরতার শিকার যাত্রীদের সংখ্যা নির্ধারণ করা হচ্ছে বলেও জানা গেছে।
মঙ্গলবার পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনের ৪৫০ যাত্রীকে জিম্মি করেছে বেলুচিস্তানের স্বাধীনতা দাবিকারী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বুধবার নিরাপত্তা বাহিনী জানিয়েছিল, জিম্মি যাত্রীদের মধ্যে আত্মঘাতী বোমা পরে জঙ্গিরা বসে আছে। এর ফলে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। ওই সময় জানানো হয়, অভিযানে ৩০ জঙ্গি নিহত হয়েছে। ট্রেনটিতে ৭০ থেকে ৮০ জন জঙ্গি রয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার সূর্যোদয়ের পর এই অনুষ্ঠান শুরু হয়। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এবারের বর্ষবরণের অনুষ্ঠান।
বিস্তারিত আসছে....