লক্ষ্মীপুরে দিনের বেলায় পানাহার করায় লোকজনকে ‘শাস্তি’ দিলেন ব্যবসায়ী নেতা
Published: 12th, March 2025 GMT
পবিত্র রমজানে দিনের বেলা রোজা না রেখে খাবার হোটেলে গিয়ে পানাহার করায় লক্ষ্মীপুরে জেলা শহরে কয়েকজন ব্যক্তিকে হেনস্তা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ বুধবার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ তাঁর দলবল নিয়ে শহরের চকবাজার এলাকায় বিভিন্ন দোকান গিয়ে বেশ কয়েকজনকে রোজার সময় পানাহার করায় হেনস্তা করেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল আজিজের নেতৃত্বে বণিক সমিতির লোকজন কয়েকটি হিন্দু দোকানে গিয়ে কোনো মুসলিম পানাহার করছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন। পরে কয়েকজনকে পানাহার করায় তাঁদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এ ছাড়া দিনের বেলায় খাবারের হোটেল খোলা না রাখার বিষয়েও হুঁশিয়ারি দেন আবদুল আজিজ।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনা করে নানান ধরনের মন্তব্য করেছেন।
বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ বলেন, ‘হিন্দুদের দোকানে পর্দার আড়ালে রোজা না রেখে কিছু মুসলমান পানাহার করে। এ জন্য তাদের সতর্ক করে কান ধরানো হয়। তবে হিন্দুদের জন্য খেতে কোনো বাধা নেই।’
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ন হ র কর য়
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়ল অজিতের সিনেমা
তামিল সিনেমার দাপুটে অভিনেতা অজিত কুমার। তাকে নিয়ে পরিচালক আধিক রবিচন্দ্রন নির্মাণ করেছেন ‘গুড ব্যাড আগলি’। অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
চলতি বছরে ভারতের বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘গুড ব্যাড আগলি’ (৫১.৫ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিল ভাষার সিনেমা ‘বিদামুয়াচি’ (৪৮ কোটি রুপে)। এবার নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতা হিসেবে যেমন রেকর্ড গড়েছেন, তেমনি ‘গুড ব্যাড আগলি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্র শিল্পকে সাফল্যের স্বাদও এনে দিয়েছেন অজিত। মুক্তির পাঁচ দিনের মাথায় ‘ড্রাগন’ সিনেমার আয় ছাড়িয়ে গেছে। এটি চলতি বছরে মুক্তি পাওয়া সবচেয়ে আয় (লাইফটাইম: ১৫২ কোটি রুপি) করা তামিল সিনেমা।
আরো পড়ুন:
৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা
কয়েক কোটি টাকার প্রস্তাব কেন ফেরালেন সামান্থা?
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘গুড ব্যাড আগলি’ সিনেমা মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ২৮.১৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১৪.১ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮.৬৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ২১.২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ১৪.৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ৯৬.৬ কোটি রুপি (নিট)। ভারতে এখন পর্যন্ত আয় করেছে ১১৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫২.১৫ কোটি রুপি (গ্রস)। ৫ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট দাঁড়িয়েছে ১৭১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪২ কোটি ৫০ লাখ টাকার বেশি)।
তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অর্জুন দাস, প্রভু, সুনীল, জ্যাকি শ্রফ, যোগী বাবু, প্রিয়া প্রকাশ প্রমুখ। মিথরি মুভিজ মেকারের ব্যানারে নির্মিত হয়েছে ‘গুড ব্যাড আগলি’। এতে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।
ঢাকা/শান্ত