জার্মান ভিসার অপেক্ষায় ৮০ হাজার শিক্ষার্থী
Published: 12th, March 2025 GMT
জার্মান ভিসার অপেক্ষায় রয়েছেন ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। ২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসের মধ্যে এসব ভিসা আবেদন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
রাষ্ট্রদূত ট্রোস্টারের দেওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪৪৭৬ জন শিক্ষার্থী জার্মান ভিসার জন্য আবেদন করেছেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৮৮০।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সমতা লেদার ও ইউসিবি পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি উন্নিত
পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নতি করা হয়েছে।
একইসঙ্গে পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ০.৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নিত হয়েছে। সোমবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এদিকে, গত ৭ আগস্ট, ২০২৪ থেকে পরবর্তী বছরের ৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন বন্ডহোল্ডারদের বিতরণ সম্পন্ন করেছে। এ কারণে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে প্রতিষ্ঠানটি। আগামীকাল (১০ মার্চ) থেকে প্রতিষ্ঠানটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যেটা আজ থেকে কার্যকর হবে।
ঢাকা/এনটি/ইভা