মহাকাশে নতুন নক্ষত্র শনাক্ত করা থেকে শুরু করে মানবদেহের অনেক রোগ শনাক্তে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এবার মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করে ডিমেনশিয়া বা স্মৃতিক্ষয় রোগের আগাম উপসর্গ জানাতে সক্ষম এআই টুল তৈরি করেছেন যুক্তরাজ্যের ম্যাস জেনারেল বার্মিংহামের একদল গবেষক। নতুন এআই টুলটি ডিমেনশিয়া রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তের পাশাপাশি ভবিষ্যতে রোগটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা দিতে পারে বলে দাবি করেছেন তাঁরা।

গবেষকদের তথ্যমতে, কার্যকারিতা পরীক্ষার জন্য ৬৫ বছরের বেশি বয়সী একদল নারীর পাঁচ বছরের ঘুমের তথ্য বা ইলেকট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) বিশ্লেষণ করতে দেওয়া হয়েছিল এআই টুলটিকে। এরপর তথ্যগুলো বিশ্লেষণ করে প্রায় ৭৭ শতাংশ ক্ষেত্রেই সঠিকভাবে ডিমেনশিয়া রোগের আগাম সতর্কবার্তা দিয়েছে এআই টুলটি। আলঝেইমার্স ডিজিজ জার্নালে এই গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে।

এআই মডেলটি ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীদের মস্তিষ্কের তরঙ্গে কোনো ধরনের পরিবর্তন এলে তা শনাক্ত করতে পারে। বিষয়টিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে মনে করছেন গবেষকেরা। কারণ, ডিমেনশিয়ায় আক্রান্ত হতে যাওয়া ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কয়েক বছর আগে চিকিৎসা শুরু করা সম্ভব হলে সহজেই রোগটি প্রতিরোধ করা সম্ভব হবে।

এ বিষয়ে গবেষক দলের সদস্য শাহাব হাগায়েগ জানিয়েছেন, এআই টুলটির মাধ্যমে ঘুমের সময় মস্তিষ্কের তরঙ্গের সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করে ভবিষ্যতে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার তথ্য জানা সম্ভব। শুধু তা–ই নয়, পরিধানযোগ্য ইইজি যন্ত্র বাড়িতে ব্যবহার করে রোগীদের ওপর নজর রাখার সুযোগও তৈরি হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এআই ট ল

এছাড়াও পড়ুন:

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আগারগাঁওয়ে চাকরিপ্রার্থীদের অবস্থান

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল চাকরিপ্রার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা সেখানে অবস্থান নেন।

একজন চাকরিপ্রার্থী বলেন, ‘পিএসসির চেয়ারম্যান স্যার পরীক্ষা পেছানোর জন্য তিন দিন সময় চেয়েছিলেন। আজ দুদিন পার হলো। আগামীকাল শুক্রবার। তাই আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই। এ জন্য অবস্থান নিয়েছি।’

এ ব্যাপারে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, তাঁরা চাকরিপ্রার্থীদের সমস্যাগুলো বিচার বিশ্লেষণ করছেন। তাঁদের কথা শুনবেন বলে তিনি জানান।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, দুপুর থেকে একদল লোক নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা সেখানে বক্তব্য দিচ্ছেন। তাঁরা আজ পিএসসি ঘেরাও করেনি।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কাছেই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয়।

গত মঙ্গলবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন পিএসসি চেয়ারম্যান।

আরও পড়ুন৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, পিএসসি ঘেরাও০৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আগারগাঁওয়ে চাকরিপ্রার্থীদের অবস্থান