ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
Published: 12th, March 2025 GMT
ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বুধবার ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। এছাড়া, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে প্রজ্ঞাপন জারির আহ্বান জানানো হয়।
মুহাম্মাদ আলী বলেন, বাংলাদেশে ধর্ষণ মহামারী রূপ নিয়েছে। প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে, ফলে জাতি ক্ষুব্ধ।
তিনি আরও বলেন, যদি দ্রুততম সময়ে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে।
তিনি মাগুরার শিশু আছিয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আছিয়া মিডিয়ার কল্যাণে শিরোনাম হলেও, হাজারো আছিয়া অপরাধীদের শাস্তি ছাড়াই হারিয়ে যায়। তাই, দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আরিফুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সাইদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
নাগরিক কমিটির নেতা দিলশাদকে বহিষ্কার
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা শাখার সদস্য দিলশাদ আফরিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শের পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাঁকে বহিষ্কার করে।
আল আমিন বলেন, দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।