টেকসই ভবন তৈরির জন্য সমুদ্রের গ্লাস স্পঞ্জের আদলে নতুন কাঠামো তৈরি করেছেন বিজ্ঞানীরা
Published: 12th, March 2025 GMT
টেকসই ভবন তৈরির জন্য সমুদ্রের গ্লাস স্পঞ্জের (ছিদ্রযুক্ত জলজ প্রাণী) শরীরের আদলে শক্তিশালী কাঠামো তৈরি করেছেন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বায়ো-ইনস্পায়ারড ল্যাটিস স্ট্রাকচার (বিএলএস) নামের কাঠামোটিতে গ্লাস স্পঞ্জের শরীরের আদলে জালি রয়েছে। অক্সেটিক উপাদান দিয়ে তৈরি এই কাঠামো ব্যবহার করে সহজেই শক্তিশালী ও ভাঙন প্রতিরোধী অবকাঠামো তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন তাঁরা।
গ্লাস স্পঞ্জ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চিকিৎসকদের কর্মবিরিতি প্রত্যাহার
পাঁচ দফা দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে চলা কর্মবিরতি প্রত্যাহার করেছেন শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং চিকিৎসকরা। আজ বুধবার রাতে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) নেত্রী নাজিয়া আলী সমকালকে এ তথ্য জানান।
এদিন সকাল থেকে চিকিৎসকরিা কর্মবিরতিতে গেছে বন্ধ হয়ে যায় হাসপাতালগুলোর বর্হিবিভাগ সেবা। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে) নেত্রী নাজিয়া আলী বলেন, মোট ১৯টি চিকিৎসক সংগঠন মিলে সারাদেশের কর্মবিরতি পালন করেছে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে হাইকোর্টের রায় আসার পর ১৮টি সংগঠন কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে।
তবে পাঁচ দফা বাস্তবায়নের জাতীয় স্টিয়ারিং কমিটি ব্যানার থেকে বুধবার রাত সাড়ে ৯টায় রাজু ভাস্কর্যে সাংবাদ সম্মেলনে জানানো হয়, ইফতারের আগে কিছু চিকিৎসকদের ওপর আক্রমণ করে পুলিশ। এর প্রতিবাদে সারাদেশে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলেও জানান তারা।