আগের ম্যাচে ৪২২, এবার ১৫২ রানে অলআউট
Published: 12th, March 2025 GMT
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নিজেদের ব্যাটিং ধসের ব্যাখ্যায় কী বলবে? আগের দিন যেই দলটা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ৪২২ রান তুলেছিল, সেই দলটাই পরের ম্যাচে মাত্র ১৫২ রানে অলআউট। আহামরি বোলিং হয়নি। বল হাতে কেউ উত্তাপও ছড়ায়নি। কিন্তু তারপরও প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের এই দুর্দশা।
লিজেন্ডস অব রূপগঞ্জ বুধবার (১২ মার্চ, ২০২৫) প্রাইম ব্যাংককে ৮ উইকেটে হারিয়েছে। বিকেএসপির-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক আগে ব্যাটিং করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জ ২৩.
সাইফের ৪ উইকেটের সঙ্গে বল হাতে তানজিম হাসান সাকিবও দ্যুতি ছড়িয়েছেন। ৩০ রানে পেয়েছেন ৩ উইকেট। প্রাইম ব্যাংকের ব্যাটিং ব্যর্থতার দিনে নাঈম শেখ ৮৩ বলে ৮১ রান করেন ৪ চার ও ৫ ছক্কায়। ২০ রান আসে শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরও পেরুতে পারেননি।
আরো পড়ুন:
মাহফুজুরের স্পিন বিষে নীল পারটেক্স
তামিমের আরেকটি সেঞ্চুরিতে মোহামেডানের সহজ জয়
প্রাইম ব্যাংকের এটি চার ম্যাচে দ্বিতীয় পরাজয়। অন্যদিকে রূপগঞ্জ সমান ম্যাচে তিন জয় নিয়ে চলে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এই আউট দেখে আপনার সন্দেহ জাগবেই
জয়ের জন্য দরকার ৬ রান, হাতে আছে ১ উইকেট। অবনমনের শঙ্কা মাথায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের, গুলশান ক্রিকেট ক্লাবের সামনে সুপার লিগ খেলার হাতছানি।
এমন সময়ে মিনহাজুল আবেদীন সাব্বির যে আউট হলেন, তা দেখে ধারাভাষ্যকারের কণ্ঠে বিস্ময়, ‘শকিং! আমি এমন কিছু কখনো দেখিনি।’ যে আউট দেখে আসলে প্রশ্ন জাগে দর্শকের মনেও।
ব্যাটসম্যান মিনহাজুল আবেদীনকে এগিয়ে আসতে দেখে ওয়াইড করেছিলেন নাঈম ইসলাম। কিপারের কাছে বল যাওয়ার আগেই ব্যাটটা ক্রিজের ভেতর নেওয়ার যথেষ্ট সময় ছিল মিনহাজুলের কাছে।
প্রথমবারে স্টাম্প ভাঙতে পারেননি গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান। এই সময়ের মধ্যেই ব্যাটটা তিনি দাগের ভেতরেও নিয়েছিলেন, কিন্তু পুরোটা সময়ই তা শূন্যে ভাসিয়ে রেখেছেন মিনহাজুল।
পরের দফায় স্টাম্পে লাগিয়ে গুলশানের জয় নিশ্চিত করেন আলিফ। যে আউট নিয়ে প্রশ্ন জেগেছে মিরপুরে, এমনকি পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ওই আউটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ক্রিকেটার শামসুর রহমান লিখেছেন, ‘সিরিয়াসলি শেইম।’
এমন আউটের পর ৫ রানের জয়ে সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে গুলশানের। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে উঠে গেছে তারা। ১০ ম্যাচে ১ জয় পাওয়া শাইনপুকুর আছে সবার শেষেই।
আজ টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১৭৮ রান করে অলআউট হয়ে যায় গুলশান ক্রিকেট ক্লাব। দলটির হয়ে ৫১ বল খেলে সর্বোচ্চ ৩৮ রান করেন সাকিব শাহরিয়ার। শাইনপুকুরের নিয়ন জামান নেন তিন উইকেট। পরে রান তাড়ায় নেমে শাহরিয়ার সাকিবে ৫৪ বলে ৪০ রান করে আউট হয়ে যান।
শেষ দিকে শরিফুল ইসলামের ২০ বলে ২২ রানের ইনিংসে জয়ের দিকেই এগোচ্ছিল শাইনপুকুর। দোলাচলে থাকা ম্যাচে এমন অদ্ভুতুড়ে স্টাম্পিংয়ের ঘটনা এমন এক দিনে ঘটলো, যেদিন পারটেক্স স্পোর্টিং ক্লাবের কোচ নিজের দলের ক্রিকেটারদের বিরুদ্ধেই ইচ্ছা করে নেতিবাচক ক্রিকেট খেলার ‘সন্দেহ’ প্রকাশ করেছেন।
এই আউট নিয়ে খোঁজ নিয়েছে সিসিডিএমও। সমন্বয়ক সাব্বির আহমেদ রুবেল বলেছেন, তিনি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলতে পারেননি। তবে তিনি জানতে পেরেছেন, কাজটা মিনহাজুল আবেদীন ইচ্ছা করে করেছেন, না কি না বুঝে, সেটা নিয়ে দুই আম্পায়ারও সন্দিহান।
অমিতের সেঞ্চুরি, মুশফিকের ৭৫অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে লিগ জয়ের দৌড়ে আবাহনীর সঙ্গে ব্যবধান কাছাকাছি রেখেছে মোহামেডান। বিকেএসপিতে আজ মোহামেডান আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৭ রান। ৫৭ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন মুশফিকুর রহিম, প্রিমিয়ার লিগে এবার ষষ্ঠ ম্যাচে এসে প্রথম ফিফটি পেলেন মুশফিক। ৮৩ বলে ৬৪ রান করেন মাহিদুল ইসলাম।
লক্ষ্য তাড়া করতে নেমে অগ্রণী ব্যাংকের হয়ে ৭ চার ও ১ ছক্কায় ১২৩ বলে ১০৫ রান করেন অমিত হাসান। লিস্ট–এ ক্রিকেটে এটি অমিতের পঞ্চম শতক। তবে তাঁর দল ৪৭.২ ওভারে অলআউট হয়ে যায় ২১৩ রানে। ৭৪ রানে হারের পর আপাতত পয়েন্ট তালিকায় ৫ নম্বরে অগ্রণী ব্যাংক। ১০ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট দুইয়ে মোহামেডান।
বড় জয় আবাহনীরআবাহনীর জয়রথ ছুটছেই। বিকেএসপিতে আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি জিতেছে ১৩৩ রানে। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৯০ রান করে আবাহনী। ৭১ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন পারভেজ হোসেন। ৭০ বলে ৫৮ রান আসে নাজমুল হোসেনের ব্যাট থেকে।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ ওভারে ১৫৭ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। ৭৪ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন নাঈম শেখ। ২৬ বলে ৪০ রান আসে শামীম হোসেনর ব্যাট থেকে।
১০ ম্যাচে ৯ জয়ে আবাহনীর পয়েন্ট ১৮, পাঁচ জয় পাওয়া প্রাইম ব্যাংক ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে।