ভারতে মাস্কের স্টারলিংক আনতে এবার চুক্তি করেছে আম্বানির জিও
Published: 12th, March 2025 GMT
ভারতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংককে নিতে ব্যাপক তোড়জোড় চলছে। এ লক্ষ্যে ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেল ইতিমধ্যে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে। এবার মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মও প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করেছে।
আজ বুধবার জিও প্ল্যাটফর্ম থেকে এই চুক্তি সইয়ের ঘোষণা আসে। মাত্র এক দিন আগেই টেলিকম ব্যবসায় আম্বানিদের প্রতিদ্বন্দ্বী ভারতী এয়ারটেল স্পেসএক্সের সঙ্গে একই ধরনের একটি চুক্তি সইয়ের ঘোষণা দিয়েছে।
স্টারলিংক পরিষেবা ভারতে আনার বিষয়ে কয়েক মাস ধরে ইলন মাস্ক ও মুকেশ আম্বানির কোম্পানির মধ্যে আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে।
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে হওয়ায় দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। তবে এই সেবা পেতে কতটা বেশি দাম দিতে হবে, তা নিয়ে ভারতের বাজারে বিতর্ক রয়েছে।
যদিও মনে হচ্ছে, বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ভারতের টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলো স্পেসএক্সের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেখানে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা নিয়ে আসতে প্রস্তুত।
জিওর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, স্পেসএক্সের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে জিও তাদের খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে ভবিষ্যতে স্টারলিংকের যন্ত্রাংশ বিক্রির প্রস্তাবও দিয়েছে।
এ ছাড়া গ্রাহকদের স্টারলিংকের ইন্টারনেট সংযোগ দেওয়া এবং সেটির রক্ষণাবেক্ষণ কাজেও জিও সহায়তা করতে চায়। তবে জিওর সঙ্গে স্পেসএক্সের এই চুক্তি ভারতে মার্কিন কোম্পানিটির স্টারলিংক পরিষেবা বিক্রির অনুমোদন পাওয়ার ওপর নির্ভর করছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
স্টারলিংক ইন্টারনেট বিক্রির জন্য স্পেসএক্সকে ভারত সরকারের কাছ থেকে অনুমতি পেতে হবে। গত মাসে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, ভারতে স্পেসএক্সের স্টারলিংক ব্যবসার নিবন্ধনের আবেদন প্রাথমিক অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা দিতে মুকেশ আম্বানির কোম্পানি এ-সংক্রান্ত আরও কয়েকটি কোম্পানির সঙ্গে আলাদাভাবে কাজ করছে। জিও ২০২২ সালে লুক্সেমবার্গের কোম্পানি এসইএসের সঙ্গে একটি যৌথ উদ্যোগ ঘোষণা করেছিল।
গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গেলে ওয়াশিংটনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ইলন মাস্ক। যদিও বর্তমানে ভারতের বাজারে ইলন মাস্কের কেবল সামাজিক মাধ্যম ‘এক্স’-এর ব্যবসা রয়েছে।
মাস্কের আরেক প্রতিষ্ঠান টেসলাও ভারতের বাজারে প্রবেশের অপেক্ষায় আছে। বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প সএক স র স ইলন ম স ক আম ব ন র
এছাড়াও পড়ুন:
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার সূর্যোদয়ের পর এই অনুষ্ঠান শুরু হয়। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এবারের বর্ষবরণের অনুষ্ঠান।
বিস্তারিত আসছে....