সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নবগঠিত জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ফাহিম বিশ্বাসকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার মুখপাত্র টি এম মুশফিক সা’দের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

ওই চিঠিতে বলা হয়, ‘সিরাজগঞ্জ জেলার নবগঠিত কমিটির যুগ্ম সদস্যসচিব ফাহিম বিশ্বাস আপনার বিরুদ্ধে নিজ সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি এবং সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ এসেছে। কিন্তু সংগঠন আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেবে না, এই মর্মে আগামী দুইদিনের মধ্যে আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।’ 

এ বিষয়ে ফাহিম বিশ্বাস বুধবার দুপুরে বলেন, ‌‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। শোকজের বিষয়টি জেনেছি। তবে চিঠি এখনও হাতে পাইনি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে সুহৃদের নতুন কমিটি

সমকালের সুহৃদ সমাবেশ ঝালকাঠি জেলা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে বিকেল ৪টায় এ কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আল আমিন বাকলাই। উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সোনিয়া আক্তারকে সভাপতি, এসএম জুয়েলকে সহসভাপতি এবং মোহাম্মদ সাদিকুল ইসলাম আশিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া সীমান্ত দত্তকে সহ-সাধারণ সম্পাদক, নিলয় আহম্মদকে সাংগঠনিক সম্পাদক, চাঁদনী আক্তার আরজুকে সহসাংগঠনিক সম্পাদক, রাতিকুল ইসলাম রাহাতকে কোষাধ্যক্ষ, রিয়া মনিকে প্রচার সম্পাদক, মোহাম্মদ আফরিনকে শিক্ষাবিষয়ক সম্পাদক, জান্নাতুল ফেরদৌসকে দপ্তর সম্পাদক, তাহিদা আক্তারকে সাংস্কৃতিক সম্পাদক, উজ্জ্বল দুয়ারীকে সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, রাকিবুল রায়হানকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন– মমিনুল হাসান সিয়াম, উজ্জ্বল দাস, চম্পা বেগম, হৃদয় দাস, রাতুল সাহা, জুবাইদা মিম। মোট ২০ সদস্যের এ কমিটি করা হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি তরুণদের সংগঠন চর্চায় উৎসাহিত করার প্রত্যয়ে এ কমিটি ঝালকাঠি জেলায় কাজ করবে– এমনটাই প্রত্যাশা নবগঠিত কমিটির। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঝালকাঠি 

সম্পর্কিত নিবন্ধ

  • ঝালকাঠিতে সুহৃদের নতুন কমিটি