মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন দাস (৬০) নামের এক জেলেকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় সুজন দাসের বিরুদ্ধে শ্রীনগর থানায় শিশুটির মা গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় রাতেই সুজন দাসকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পিটুনিতে আহত হওয়ায় সুজন দাসকে বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রেপ্তার সুজন দাস ভ্রাম্যমাণ জেলে। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। মাছ ধরার পাশাপাশি তিনি তান্ত্রিকতা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শিশুটি বাড়ির বাইরে খেলাধুলা করছিল। গ্রামের পুকুরে মাছ ধরার কাজ করছিলেন সুজন দাস। পুকুরের পাশেই সুজন দাসের ভ্রাম্যমাণ একটি ডেরা ছিল। রাত আটটার দিকে ওই শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ডেরায় নিয়ে যান সুজন দাস। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ডেরার সামনে গেলে ঘটনাটি দেখতে পান। পরে সুজন দাসকে আটক করে পিটুনি দেন। সেই সঙ্গে পুলিশকেও খবর দেন স্থানীয়রা।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ আজ বুধবার প্রথম আলোকে বলেন, বিষয়টি জানতে পেরে সুজন দাসকে মঙ্গলবার রাতেই আটক করে নিয়ে আসে পুলিশ। ওই জেলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। মারধরে সুজন দাস অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ওই শিশুর মা বলেন, ‘চকলেটের প্রলোভন দেখিয়ে বাসা থেকে তাঁর শিশু মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যায় সুজন। এ সময় পুকুরপাড়ে মাছ ধরার ডেরায় ধর্ষণের চেষ্টা করেছে। আমার বাচ্চা মেয়েটা ভয়ে এখনো আতঙ্কে আছে। আমি সুজন দাসের বিচার চাই।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স জন দ স শ র নগর

এছাড়াও পড়ুন:

চিকিৎসকদের কর্মবিরিতি প্রত্যাহার

পাঁচ দফা দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে চলা কর্মবিরতি প্রত্যাহার করেছেন শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং চিকিৎসকরা। আজ বুধবার রাতে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) নেত্রী নাজিয়া আলী সমকালকে এ তথ্য জানান।

এদিন সকাল থেকে চিকিৎসকরিা কর্মবিরতিতে গেছে বন্ধ হয়ে যায় হাসপাতালগুলোর বর্হিবিভাগ সেবা।  ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে) নেত্রী নাজিয়া আলী বলেন, মোট ১৯টি চিকিৎসক সংগঠন মিলে সারাদেশের কর্মবিরতি পালন করেছে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে হাইকোর্টের রায় আসার পর ১৮টি সংগঠন কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে। 

তবে পাঁচ দফা বাস্তবায়নের জাতীয় স্টিয়ারিং কমিটি ব্যানার থেকে বুধবার রাত সাড়ে ৯টায় রাজু ভাস্কর্যে সাংবাদ সম্মেলনে জানানো হয়, ইফতারের আগে কিছু চিকিৎসকদের ওপর আক্রমণ করে পুলিশ। এর প্রতিবাদে সারাদেশে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলেও জানান তারা।

সম্পর্কিত নিবন্ধ