মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাজবাড়ীর যুবকের, বৃদ্ধ বাবার ওপর ঋণের বোঝা
Published: 12th, March 2025 GMT
পরিবারের অভাব ঘোচাতে ১০ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান রাজবাড়ীর কালুখালীর আবদুল মাজেদ খান (২৮)। কাজ না পেয়ে কয়েক মাস বসে থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম হয়। নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাওয়ার সময় গত সোমবার সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
মাজেদ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে। নিহত ব্যক্তির পরিবার জানায়, তিন ছেলের মধ্যে আবদুল মাজেদ খান সবার বড়। প্রায় সাত বছর আগে বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই বছরের মাথায় ছাড়াছাড়ি হয়। তাঁর বাবা মোয়াজ্জেম হোসেনের সামান্য চায়ের দোকানের আয়ের ওপর নির্ভর করে চলে তাঁদের পরিবার। পরিবারের অভাব ঘোচাতে ছয় লাখ টাকা ঋণ করে গত বছর কোরবানির ঈদের ১০ দিন আগে মালয়েশিয়ায় যান মাজেদ। মালয়েশিয়া গিয়ে কাজ না পাওয়ায় কয়েক মাস বসে ছিলেন। সম্প্রতি মালয়েশিয়ার পেনাং শহরের একটি কোম্পানিতে কাজ শুরু করেন। ভিসার মেয়াদ প্রায় শেষ হওয়ায় গত সোমবার সকালে নতুন করে ভিসার জন্য মেডিকেল করতে যাচ্ছিলেন মাজেদ। পথে দ্রুতগতির গাড়ির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত ব্যক্তির বাবা বলেন, স্থানীয়দের থেকে তিন লাখ টাকা সুদে নিয়ে এবং আরও তিন লাখ টাকা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ছয় লাখ টাকায় মাজেদকে মালয়েশিয়ায় পাঠান। ১০ মাসে মাত্র ৪০ হাজার টাকার মতো বাড়ি পাঠাতে পেরেছেন। এখনো সুদের তিন লাখ টাকাসহ ঋণের ছয় লাখ টাকার ভার তাঁর কাঁধে পড়ে আছে। প্রতি মাসে ঋণের কিস্তি তাঁকেই পরিশোধ করতে হচ্ছে। একদিকে ছেলের ঋণের টাকার কিস্তি অন্যদিকে সংসার খরচ মেটাতে তিনি হিমশিম খাচ্ছেন।
নিহত ব্যক্তির বাবা আরও বলেন, সোমবার বেলা দুইটার দিকে এলাকার প্রতিবেশী মোমিন মীর তাঁকে ফোন করে মাজেদের দুর্ঘটনার খবর জানান। এখনো ছেলের লাশ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মোমিন মীর জানিয়েছেন, কোম্পানির সঙ্গে আলোচনা করে ছেলের লাশ পাঠানোর চেষ্টা চলছে। ছেলের লাশ আনার মতো আর্থিক ক্ষমতা নেই তাঁর। সরকারের কাছে তাঁর আবেদন অন্তত ছেলের লাশটি যেন দেশে আনার ব্যবস্থা করে দেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
চিকিৎসকদের কর্মবিরিতি প্রত্যাহার
পাঁচ দফা দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে চলা কর্মবিরতি প্রত্যাহার করেছেন শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং চিকিৎসকরা। আজ বুধবার রাতে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) নেত্রী নাজিয়া আলী সমকালকে এ তথ্য জানান।
এদিন সকাল থেকে চিকিৎসকরিা কর্মবিরতিতে গেছে বন্ধ হয়ে যায় হাসপাতালগুলোর বর্হিবিভাগ সেবা। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে) নেত্রী নাজিয়া আলী বলেন, মোট ১৯টি চিকিৎসক সংগঠন মিলে সারাদেশের কর্মবিরতি পালন করেছে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে হাইকোর্টের রায় আসার পর ১৮টি সংগঠন কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে।
তবে পাঁচ দফা বাস্তবায়নের জাতীয় স্টিয়ারিং কমিটি ব্যানার থেকে বুধবার রাত সাড়ে ৯টায় রাজু ভাস্কর্যে সাংবাদ সম্মেলনে জানানো হয়, ইফতারের আগে কিছু চিকিৎসকদের ওপর আক্রমণ করে পুলিশ। এর প্রতিবাদে সারাদেশে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলেও জানান তারা।