ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু দুই দিন পর শ্রীপুরে উদ্ধার
Published: 12th, March 2025 GMT
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া এক ছেলেশিশুকে দুই দিন পর গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার মুলাইদ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ গাজীপুর ও র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এ সময় আটক করা হয়েছে চারজনকে।
গত সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে ২ মাস ১৭ দিন বয়সী শিশুটি চুরি হয়েছিল। আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী।
আটক চারজন হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের সোনালী আক্তার শিরিন (২০), তাঁর স্বামী একই গ্রামের মো.
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৯ মার্চ বেলা ২টার দিকে অসুস্থতার কারণে শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের ভেতরে অপরিচিত এক নারীর কাছে ছেলেকে দিয়ে শৌচাগারে যান মা। ফিরে এসে দেখেন, অপরিচিত ওই নারী ও শিশুসন্তান নেই। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় শিশুটির বাবা মো. শিমুল ইসলাম অপহরণের মামলা করেন। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এক সংবাদের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-১৩–এর সদস্যরা শ্রীপুরের মুলাইদ এলাকায় অভিযান চালিয়ে শিশু সায়ানকে উদ্ধার করেন। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
র্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা শিশু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাটোর আদালতের মালখানা থেকে ৩৭ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি
নাটোর আদালতের মালখানা থেকে প্রায় ৩৭ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও তিন ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে হেফাজতে নিলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় নিশ্চিত করেনি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে ৩ জনের বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১
ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বলেন, “কোর্ট পুলিশ আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মালখানার তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। খবর পেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন।”
তিনি আরো বলেন, “চলতি বছরের ১৪ মার্চ ভোরে নাটোরের সিংড়ায় গাইবান্ধা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি তল্লাশি করে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ। পরবর্তীতে আদালত এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। ওই টাকাসহ মালখানায় থাকা ১০ ভরি স্বর্ণ ও তিন ভরি রুপার অলঙ্কার ছাড়া অন্যকিছু চুরি হয়নি।”
এ ঘটনায় চারজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চোরদের শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বলেও জানান ওসি মো. মাহাবুর রহমান।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, “চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।”
ঢাকা/আরিফুল/মাসুদ