সমাজে নারীদের করুণ দশার পেছনে দায়ী একটি শব্দের নাম ‘পুরুষতন্ত্র’, যা শুধু পুরুষদের মধ্যেই নয়, সমাজের নারীদের মধ্যেও প্রবল। এ ধরনের সমাজব্যবস্থার সঙ্গে সক্রিয়ভাবে লড়াই করতে হবে। সংখ্যায় বেশি হলেও গুণগত দিক থেকে নারীরা এখনো পিছিয়ে রয়েছেন। বর্তমান নতুন এই সময় ও সুযোগ কাজে লাগিয়ে সব স্তরে নারীদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম (এনজিসিএএফ) আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ সভা হয়।

অনুষ্ঠানে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেন, দেশ, রাজনীতি, সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার, প্রতিষ্ঠান থেকে শুরু করে গণপরিবহন এবং সড়কে নারী এবং কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। নারীর অবস্থা ও অবস্থানের উন্নতির ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করে।

অধ্যাপক বদিউল আলম আরও বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে জুলাইয়ের আন্দোলনে নারীদের এত গুরুত্বপূর্ণ অংশগ্রহণ এবং অবদানের পর আমরা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি। তাই দ্রুত নারীদের সঙ্গে হওয়া সব অন্যায়-নিপীড়ন রুখে দিতে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তব্য দিচ্ছেন অধ্যাপক সামিনা লুৎফা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বগুড়ায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হ‌বে

বগুড়ায় পাঁচ লাখ ছয় হাজার ৩৬৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি শেষ করেছে সিভিল সার্জন অফিস। আগামী ১৫ মার্চ সারাদেশের ন্যায় বগুড়াতেও ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। 

বুধবার (১২ মার্চ) দুপু‌রে বগুড়ার সিভিল সার্জন অফিস হলরু‌মে সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানে বগুড়ার ক্যাম্পেইনের সার্বিক চিত্র তুলে ধরা হয়।

বগুড়ায় ০৬-১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জনকে এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ নির্ধারণ করা হয়েছে। বগুড়া জেলাব্যাপী ২ হাজার ৮৬৭টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ খাওয়া হবে। উল্লেখিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৫ হাজার ৭৩৪ জন।

সাধারণ মানুষ যেন তাদের শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর জন্য ক্যাম্পে নিয়ে আসেন সেজন্য এলাকা ভিত্তিক মাইকিং, গণমাধ্যমকর্মীদের সহায়তা, সামাজিক মাধ্যমে প্রচার এবং মসজিদের ইমামদের মাধ্যমে বিষয়টি প্রচারের উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন অফিস। 

সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা এ, কে, এম মোফাখখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

ঢাকা/এনাম/এস

সম্পর্কিত নিবন্ধ