ঢাকার ধামরাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকার আকসিরনগর আবাসিক প্রকল্প এলাকার রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, চার-পাঁচ দিন আগে দুর্বৃত্তরা তাঁকে অন্যত্র হত্যার পর লাশ কয়েকদিন গুম করে রাখে। মঙ্গলবার রাতের কোনো এক সময় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে ধামরাইয়ের আকসিরনগর আবাসিক প্রকল্পের রাস্তার পাশে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় যুবকের দুর্গন্ধযুক্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল। 

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা চার-পাঁচ দিন আগে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য ও পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ বাড়ি ভাঙচুর করা হয়। সংর্ঘষের ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৮ মার্চ) চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের বাদানুবাদ হয়। পরে তা  ঝগড়াতে রূপ নেয়। এ নিয়ে রোববার (৯ মার্চ) প্রথম দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর অন্তত ১০ জন আহত হয়। এরই জের ধরে আজ সোমবার দুপুরে দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় উভয় গোষ্ঠীর লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। 

আরো পড়ুন:

গৌরনদীতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ৯

জামালপুরে শিক্ষার্থী-আইনজীবী সংঘর্ষ, আহত ৮

পুলিশ জানায়, মোল্লা গোষ্ঠীর মো. সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সংঘর্ষের ঘটনায় সন্ধ্যার পর দুই পক্ষেই থানায় মামলা জমা দিয়েছে।

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • শিবিরকর্মীকে জবাই করে হত্যাচেষ্টা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
  • প্রকাশ্যে হত্যার প্ররোচনার অভিযোগে আব্বাসীর বিচার দাবি, ২২৩ বিশিষ্টজনের বিবৃতি
  • ব্রাহ্মণবাড়িয়ায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০