এবার দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বাজারে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করল দেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। সেইসঙ্গে দেশটিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কমার্শিয়াল এসি রপ্তানি কার্যক্রম শুরু করেছে ওয়ালটন। 

বিশ্বের সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আাফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলেছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ব্র্যান্ড নামে এসি রপ্তানি করল গ্লোবাল এই ইলেকট্রনিক্স ব্র্যান্ড।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ জানিয়েছেন, চলতি মাসের প্রথম সপ্তাহে ওয়ালটনের রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল এসির প্রথম শিপমেন্ট শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। ওয়ালটনের হাত ধরে বাংলাদেশ থেকে কমার্শিয়াল এসি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন এসি বিক্রয় এবং বিপণন কার্যক্রম পরিচালনা করবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড। 

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো.

তানভীর রহমান জানিয়েছেন, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের উন্নত দেশগুলোতে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে ওয়ালটন এসি। এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করা হয়েছে। শ্রীলঙ্কায় এয়ার কন্ডিশনারের বিশাল বাজার আছে। দেশটির বাজারে ওয়ালটন ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবার ফ্যাসিলিটি। 

ওয়ালটন এসির সর্বোচ্চ গুণগত মান, পরিবেশবান্ধব সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার অল্প সময়ের মধ্যেই শ্রীলঙ্কার ক্রেতাদের আস্থা অর্জন করবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেছেন। 

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকাচারিং প্ল্যান্টে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের টেকসই পরিবেশবান্ধব বিদ্যুৎসাশ্রয়ী স্প্লিট, ক্যাসেট, সিলিং, চিলার ও ভিআরএফ এসি উৎপাদন করা হচ্ছে। এসব এসিতে আছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এছাড়াও আছে অফলাইন ভয়েস কন্ট্রোল এসি, ব্লুটুথ ও এয়ার প্লাজমা ফিচারের থ্রি-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তির এসি। ওয়ালটনের ক্যাসেট টাইপ এসি ইন্টারনেট ছাড়াই ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়। 

ওয়ালটন এসির কম্প্রেসারে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাস। আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে ছাড়া হয়।

ঢাকা/একরাম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জেগলার বরফের মতো সাদা নন, ‘স্লো হোয়াইট’ নিয়ে বিতর্ক

গ্রিম ভাইদের রূপকথা ‘স্লো হোয়াইট’-এর প্রধান চরিত্র সম্পর্কে লেখা ছিল, ‘বরফের মতো সাদা।’ পর্দায় চরিত্রটি দেখতেও তাই তেমনই হবে, এমনটাই আশা করেন ভক্তরা। তাই বছর চারেক আগে ‘স্লো হোয়াইট’ সিনেমায় প্রধান চরিত্রে যখন রেচেল জেগলারের নাম ঘোষণা করা হয়, প্রবল বিতর্ক হয়েছিল। সিনেমা মুক্তির আগে আরও ছড়িয়েছে সে বিতর্ক। সেটা এতটাই যে সিনেমাটির প্রিমিয়ার সীমিত করতে বাধ্য হয়েছে ডিজনি।

১৯০২ সালে ‘স্লো হোয়াইট’ থেকে প্রথম যে সিনেমা হয়, সেটি ছিল নির্বাক। এরপর নির্বাক, সবাক, অ্যানিমেশন—নানাভাবে পর্দায় এসেছে ‘স্লো হোয়াইট’। নতুন করে বড় পর্দায় আবার রূপকথাটি নিয়ে আসছে ডিজনি। ২১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মার্ক ওয়েবের ‘স্লো হোয়াইট’। এর আগে ১৫ মার্চ হলিউডের এল ক্যাপিটান থিয়েটারে হওয়ার কথা প্রিমিয়ার। ডিজনি সাধারণত অনেক বড় আয়োজনে সিনেমার প্রিমিয়ার করে। তবে ভ্যারাইটি জানিয়েছে, বিতর্কের জেরে এবারের প্রিমিয়ার হবে নামকাওয়াস্তে, সাংবাদিক, আলোকচিত্রী ও অতিথিদের সংখ্যা থাকবে সীমিত। যদিও এ বিষয়ে ডিজনির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

কলম্বীয় বংশোদ্ভূত রেচেল জেগলার উজ্জ্বল শ্যামবর্ণ, তিনি ‘স্লো হোয়াইট’-এর প্রধান অভিনেত্রী হওয়ার উপযুক্ত নন—এ–ই হলো বিতর্কের মূল সুর।

আরও পড়ুন‘সেক্স এডুকেশন’ অভিনেত্রীর মুখোমুখি কারিনা, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বললেন...৮ ঘণ্টা আগে

তাঁকে নিয়ে যে এত সমালোচনা হচ্ছে, সে বিষয়ে ওয়াকিবহাল জেগলার। দুই বছর আগে ভ্যারাইটিকে বলেছিলেন, ‘রূপকথার রাজকুমারী আমাকে বাঁচাতে আসবে না, আমাকেই নিজের পারফরম্যান্স দিয়ে এটা (বিতর্ক) কাটিয়ে উঠতে হবে।’

তবে জেগলারকে নিয়ে বিতর্ক তীব্র হওয়ার পেছনে অনেকে রাজনীতি দেখছেন। অভিনেত্রী অনেক দিন ধরেই ফিলিস্তিনিদের পক্ষে সরব।

‘স্লো হোয়াইট’–এর দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ