একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম
Published: 12th, March 2025 GMT
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, “দেশে একটি মহল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে এবং বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে, তবে তাদের এই অপচেষ্টা সফল হবে না।”
বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহীর একটি হোটেলের সম্মেলন কক্ষে বিভাগের বিভিন্ন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা করছে বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্তু সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। অন্য কেউও পারবে না।’’
আব্দুস সালাম বলেন, ‘‘গত ৫ আগস্টের সাত মাস পরও দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। মানুষ জানতে চায়, নির্বাচন কবে হবে, কীভাবে হবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগে ছিল, এখনো চলছে। যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের বিষয়ে সন্দেহ আছে। তারা কি আবারও আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়?’’
বিএনপি নেতাকর্মীদের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর ধরে লড়াই করছেন, নিপীড়নের শিকার হয়েছেন। তবু তারা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রতিশোধপরায়ণ হননি, যেন দেশের আর্থসামাজিক পরিস্থিতির অবনতি না হয়।’’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও ওবায়দুর রহমান চন্দন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন প্রমুখ।
সভায় রাজশাহী বিভাগের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সেখানে ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।
ঢাকা/কেয়া/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর স থ ত ব এনপ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে পরিবহন শ্রমিকের মৃত্যু
সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হবি (৩২) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকালে মৃত্যু বরণ করেন।
নিহত হাবিবুর রহমান উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে এবং পার্শবর্তী সেনপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ভাড়াটিয়া।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধায় নতুন ভাড়া বাসায় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হাবিবুর রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।
তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, বিদ্যুৎ স্পর্শে শ্রমিক মারা যাওয়া বিষয়টি অবগত রয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেননি।