‘চ্যাম্পিয়ন’ রোহিত তিনে, ‘রানার্সআপ’ স্যান্টনার উঠলেন দুইয়ে
Published: 12th, March 2025 GMT
রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। রান তাড়ায় ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেই ম্যাচসেরাও হয়েছেন ভারত অধিনায়ক। ফাইনালের সেই পারফরম্যান্স ওয়ানডে র্যাঙ্কিংয়েও এগিয়ে দিয়েছে তাঁকে। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন রোহিত।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেও একজন ভারতীয়। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বর ভারতের ওপেনার শুবমান গিল। গিল ও রোহিতের মাঝে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। শীর্ষ পাঁচের বাকি দুজন—দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন (৪র্থ) ও ভারতের বিরাট কোহলি (৫ম)। দুজনই পিছিয়েছেন এক ধাপ করে।
রানার্সআপ নিউজিল্যান্ডের ত্রয়ী ড্যারিল মিচেল (এক ধাপ এগিয়ে ছয়ে), রাচিন রবীন্দ্র (১৪ ধাপ এগিয়ে ১৪ নম্বরে) ও গ্লেন ফিলিপসও (ছয় ধাপ এগিয়ে ২৪-এ) বলার মতো এগিয়েছেন।
চোটের কারণে ফাইনালে না থাকায় টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাট হেনরি পিছিয়েছেন তিন ধাপ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
রূপগঞ্জে বুধবার বিকেলে ভুলতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম ইমন, তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলী আহম্মেদ, জেলা ওলামাদলের আহ্বায়ক জাকারিয়া মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. আজাদ, জিয়া পরিষদের আহ্বায়ক কাজী কামাল, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু, তারাব পৌর বিএনপির সাবেক নেতা আব্দুল মতিন, মহিলা দল নেত্রী হাওয়া বেগম, বিএনপি নেতা সোহেল মিয়া, মোদাস্সের মোল্লা, সেলিম মোল্লা, শুক্কুর আলী, আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, দেলোয়ার, নাঈম সহ আরো অনেকে।
সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ উপস্থিত রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। পরে উপস্থিতিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।