বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান (গ্রুপ অব কোম্পানিজ) নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। রায়ে ৯টি পর্যবেক্ষণসহ রুলটি নিষ্পত্তি করা হয়েছে। 

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, বেক্সিমকোর সব প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ রেগুলেটরি বডির সুপারভিশন ও মনিটরিং আইন অনুযায়ী থাকবে। এ রায়ের ফলে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে আর কোনো রিসিভার থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী ব্যারিস্টার মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী আনিসুল হাসান। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান।

রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৫ সেপ্টেম্বর এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন। পরে ওই আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপিল করে। তখন আপিল বিভাগ আদেশটি মডিফাই করে শুধু বেক্সিমকো ফার্মাকে নিজস্ব ব্যবস্থায় পরিচালনার অনুমতি দিয়েছিলেন। এরপর বাংলাদেশ ব্যাংক বেক্সিমকোর বাকি প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করেছিল। এবার হাইকোর্ট রুল নিষ্পত্তি করে বেক্সিমকোর সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে রায় দিয়েছেন। 

আইনজীবী ব্যারিস্টার মুনীরুজ্জামান বলেন, রায়ে বলা হয়েছে, রিসিভার দায়িত্ব পালনকালে যা করেছে সব কাজ আইনগতভাবে বৈধ।

সরকার পরিবর্তনের পর গত বছরের আগস্টে বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান হাইকোর্টে রিটটি করেন। পরে ৫ সেপ্টেম্বর ওই রিটের শুনানি নিয়ে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি পরিচালনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি ছয় মাসের জন্য গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে বলা হয়।  বাংলাদেশ ব্যাংকের প্রতি দেওয়া ওই আদেশে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের থেকে বিভিন্ন ব্যাংকের অর্থ উদ্ধার এবং বিদেশ থেকে টাকা ফেরাতেও নির্দেশ দেওয়া হয়েছিল।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ য ষ ঠ আইনজ ব র জন য পর চ ল

এছাড়াও পড়ুন:

আরেকজনকে হত্যা করতে গিয়ে আইনজীবীকে খুন, পাঁচজন কারাগারে

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ

  • ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
  • ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
  • চট্টগ্রামে মনোনয়ন ফরম নিতে পারেননি আওয়ামীপন্থী আইনজীবীরা
  • চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় ১১ আসামির জামিন নামঞ্জুর
  • আরেকজনকে হত্যা করতে গিয়ে আইনজীবীকে খুন, পাঁচজন কারাগারে
  • ভুল টার্গেটে খুন হন আইনজীবী সুজন: পুলিশ
  • ভুল টার্গেটে খুন আইনজীবী সুজন, গ্রেপ্তার ৫
  • সেনাবাহিনীর জন্য আলোচনার দরজা কখনো বন্ধ হয়নি: ইমরান খান
  • আদালতে নিজ আইনজীবীর ওপরে ক্ষোভ ঝাড়লেন হাজী সেলিম 
  • কাঠগড়ায় মেজাজ হারিয়ে চিৎকার-চেঁচামেচি হাজি সেলিমের, অন্যরা হতবাক