আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে কেরানীগঞ্জে তরুণ গ্রেপ্তার
Published: 12th, March 2025 GMT
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সকাল সকাল আটটার দিকে কেরানীগঞ্জের বনগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত তরুণ ভোলার নবীনগর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, আশুলিয়ার একটি ভাড়া বাসায় শিশুটিকে নিয়ে বসবাস করেন তাঁর মা-বাবা। তাঁরা আশুলিয়ার পৃথক প্রতিষ্ঠানে চাকরি করেন। আর শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ২৮ ফেব্রুয়ারি ওই বাসায় বেড়াতে আসেন অভিযুক্ত তরুণ। গত সোমবার শিশুটিকে ওই তরুণের সঙ্গে বাসায় রেখে কাজে যান ওই দম্পতি। সকাল আটটার দিকে ওই তরুণের বাবা মুঠোফোনে শিশুটির বাবাকে জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই বাসার পাশে আটকে রেখেছেন অভিযুক্ত তরুণকে। বিষয়টি জানতে পেরে বাসায় যান শিশুটির বাবা। বাসায় পৌঁছে দেখেন, শিশুটি পাশের একটি কক্ষে কান্নাকাটি করছে। পরে শিশুটি ও আশপাশের লোকজন জানান, সকাল সাতটার দিকে শিশুটিকে ধর্ষণের পর অভিযুক্ত তরুণ পালিয়ে গেছেন।
এ ঘটনার পর গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই তরুণকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। পরে তরুণকে কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৪, সিপিসি-২ ও র্যাব-১০–এর সদস্যরা।
গ্রেপ্তারের পর ওই তরুণকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৪, সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ। তিনি বলেন, মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা উত্তরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বন্দর ২৭ নং ওয়ার্ড লালখার বাগ এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ন হলো তাকাওয়া অর্জন করা যিনি আল্লাহকে বেশি ভয় পান আল্লাহ তাকেই বেশি পছন্দ করেন।
এসময় তিনি আরো বলেন রমজান শুধু আমাদের জন্যই ফরজ হয়নি এটি আমাদের পূর্ববর্তী লোকদের জন্যও ফরজ ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মুন্সি আবদুল্লাহ মুহাম্মদ ফয়সাল, বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মুফতি মাওলানা আতিকুর রহমান।
বন্দর থানা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের বন্দর উত্তর থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড সভাপতি জহিরুল ইসলাম সহ অন্যায়কে জামায়াতে নেতৃবৃন্দ ।