নতুন উপদেষ্টা নিয়োগসংক্রান্ত ফেসবুকে ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে ফেসবুকে মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো ‘অনুমোদনপত্র’ দিয়ে লিখেছেন, ‘ভুয়া ও বানোয়াট’।

এর আগে ফেসবুকে আট ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি সাক্ষরহীন অনুমোদনপত্র ছড়িয়ে পড়ে। সেখানে তারিখ লেখা রয়েছে ৮ মার্চ, ২০২৫। এই অনুমোদন পত্রে বলা হয়, আট ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ‘শপথের জন্য কার্যকর করা হলো’।

অনুমোদনপত্র প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম রয়েছে। তবে স্বাক্ষর নেই।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এটি ভুয়া বলে জানান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট শপথ নেয়। বর্তমানে পরিষদের সদস্য সংখ্যা ২৩ জন। সর্বশেষ ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন উপদ ষ ট ফ সব ক

এছাড়াও পড়ুন:

রামু সেনানিবাসে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাসের সিএমএইচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিএমএইচের জিমনেশিয়াম/ডিভিশন সুইমিংপুলের জন্য একজন বেসামরিক হিসেবে মহিলা ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: বেসামরিক মহিলা ফিজিওথেরাপিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি থেকে ফিজিওথেরাপি পাস হতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর

কাজের সময়: প্রতিদিন ১০ ঘণ্টা (সরকারি ছুটির দিন ছাড়া)।

বেতন: আলোচনা সাপেক্ষে

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের নিজ নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, মুঠোফোন নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন/ভোটার আইডি কার্ড, জাতীয়তা সনদপত্র, সব শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

আরও পড়ুননৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, ১৩ থেকে ২০তম গ্রেডে পদ ২৫২১১ মার্চ ২০২৫আবেদনপত্র পাঠানোর ঠিকানা

অধিনায়ক, ১০১ ফিল্ড অ্যাম্বুলেন্স (মোবাইল: ০১৭৬৯-১০২২২২), ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প, চকরিয়া, কক্সবাজার।

আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক, পদ ২৯
  • রামু সেনানিবাসে চাকরির সুযোগ
  • বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪৫
  • ইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রাম, বয়স ৩০-এর নিচে হলে করুন আবেদন