হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজিত দাশ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। 

বুধবার (১২ মার্চ) সকালে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার আলীগঞ্জ বাজারের এক দোকানে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। আটক সুজিত দাশ একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের শচীন্দ্র দাশের ছেলে।
বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় আলীগঞ্জ বাজারের একটি দোকানে নিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সুজিত। মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে বানিয়াচং থানায় খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) সজিব ঘোষ তাকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় থানায় দায়ের করা মামলা তদন্ত করছেন এসআই সজিব। 

ঢাকা/মামুন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩ কর্মকর্তা

রাজধানীর পল্লবী থানায় ঢুকে এক যুবক হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে থানার ওসিসহ তিনজন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে হামলাকারী আবদুর রাজ্জাক ফাহিমসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ওসি নজরুল ইসলাম সমকালকে বলেন, ফাহিম নামে ওই যুবক থানায় এসে দাবি করেন, এলাকায় একটি খুন হয়েছে। এরকম ঘটনা আমার জানা নেই- বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন- আপনি এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের কাছে যায়। সেখানে অন্যরাও বলেন, এরকম ঘটনা তাদের জানা নেই। পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে তিনি কিছু বলেন না। একপর্যায়ে আমি তার হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি হঠাৎ আমাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক মেরে তার একটি আঙুল ভেঙে দেন। এ ছাড়া এসআই শরিফুলের কপালে ঘুষি মারেন। পরে আমরা তাকে আটক করি।

ওসি জানান, আটকের পর ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদেরকেও আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুর। তারা কেন এমন কাণ্ড করেছেন তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • সমন্বয়ক পরিচয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
  • সমন্বয়ক পরিচয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই
  • পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩ কর্মকর্তা
  • রাজধানীতে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৮ জনকে গণপিটুনি