বাংলাদেশ বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা ওমরা হজের মোয়াল্লেমের পকেটে ৪০০ গ্রাম ওজনের ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার পাওয়া গেছে। 

বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গ্রিন চ্যানেল আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় এনএসআই টিম মোয়াল্লেমকে আটক করে।

মোয়াল্লেমের নাম শাহিন আল মামুন। আটকের পর তার ব্যাগ ও পোশাক তল্লাশি করে পাওয়া যায় ২২ ক্যারেটের ৪০০ গ্রাম স্বর্ণালংকার।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রী অবৈধভাবে স্বর্ণ বহন করছেন বলে বিমানবন্দরের গোয়ান্দাদের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতে ওমরা হজের মোয়াল্লেম শাহিন আল মামুন কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় এনএসআই টিম তাকে আটক করে। 

শাহিন আল মামুনের ব্যাগ ও পকেট তল্লাশি করে ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেন গোয়েন্দারা, জানান ইব্রাহীম খলিল। 

প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য অনুযায়ী ৪০০ গ্রামের দাম ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/রেজাউল/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ ল ক র ৪০০ গ র ম

এছাড়াও পড়ুন:

তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ

তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর এক ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান।

দুই দেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক সরকারের আগ্রহ রয়েছে।

সাক্ষাতে ড. ওমর বেলাত এ বছর ঢাকায় তুরস্ক-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের সভা করার আগ্রহ প্রকাশ করেন।

সম্পর্কিত নিবন্ধ