বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
Published: 12th, March 2025 GMT
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী মা-মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাহিমা খাতুন (৩) ও তার মা রোখসানা খাতুন (২৫)। নিহত রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী এবং নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে রোখসানা খাতুন বেড়াগ্রাম তার বাবার বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামীর বাড়ি ফিরছিলেন। পথে পাকরাইল এলাকায় পৌঁছলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১-২০১২) অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়।
এ ঘটনায়া ঘটনাস্থলেই রাহিমার মৃত্যু হয়। পরে এলাকাবাসী রোখসানাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়। এসময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় জলে জানান ওসি ফরিদুল ইসলাম।
ঢাকা/এনাম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বগুড়ায় গ্রামের বাড়িতে আসা নারী পোশাককর্মীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি