হারজিত ছাপিয়ে সান্তিয়াগো বার্নাব্যুর সেই ম্যাচটা অনেক দিন মনে থাকবে অসাধারণ তিনটি গোলের জন্য। এর মধ্যে রদ্রিগো আর হুলিয়ান আলভারেজের করা গোল দুটি তো যেন ছিল শিল্পীর তুলিতে আঁকা।

তবে ফুটবল ম্যাচে শেষ পর্যন্ত ফলটাই মুখ্য এবং গত সপ্তাহে সেই মাদ্রিদ ডার্বির ফল নির্ধারিত হয়েছিল ব্রাহিম দিয়াজের দুর্দান্ত এক গোলে। ২-১ ব্যবধানে ম্যাচটা জিতে যাওয়া রিয়াল মাদ্রিদ আজ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগ খেলবে আতলেতিকোর মাঠে।

খেলাটা প্রতিপক্ষের মাঠে বলেই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানেন, মাত্র ১ গোলে এগিয়ে থাকাটা সেখানে বড় কোনো সুবিধা নয়। যে কারণে প্রথম লেগ শেষেই তিনি বলেছিলেন, ‘এই ম্যাচ এখনো সমতায়। মনে রাখতে হবে দলটা আতলেতিকো, ওদের বিপক্ষে ১ গোলে এগিয়ে থাকায় আপনি খেলা শেষ ধরে নিতে পারেন না।’

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে আতলেতিকোর পরিসংখ্যান—৩ ম্যাচ, ২ জয়, ১ ড্র। এটা জানা আছে বলেই বোধ হয় গত সপ্তাহে বার্নাব্যুতে রিয়ালের জয়ের নায়ক ব্রাহিম দিয়াজও বলেছেন, ‘কোনোভাবেই এই লড়াই শেষ হয়ে যায়নি।’

১ গোলে পিছিয়ে থাকাটাকে খুব বড় কিছু মনে করছেন না আতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনেও। বরং নিজেদের মেত্রোপলিতানোতে খেলতে নামলেই অন্তত মানসিকভাবে এই ব্যবধান ঘুচে যাবে বলে মনে করেন সিমিওনে, ‘সমর্থকেরা সব সময় একটা বাড়তি শক্তি দেয় আমাদের।’ আর আতলেতিকো মিডফিল্ডার মার্কোস ইওরেন্তে তো একরকম হুমকিই দিয়ে রাখলেন প্রতিপক্ষকে, ‘নিজেদের মাঠে, আমাদের সমর্থকদের সামনে অন্তত ৯০ মিনিট খেলব আমরা। সেই অপেক্ষাতেই আছি।’

একই রাতে হতে যাওয়া লিল-ডর্টমুন্ড ম্যাচ অবশ্য আক্ষরিক অর্থেই সমতায়। ডর্টমুন্ডের মাঠে গত সপ্তাহে ১-১ ড্র করেছিল লিল। অন্যদিকে ব্রুগার মাঠ থেকে ৩-১ গোলে জিতে আসা অ্যাস্টন ভিলা আজ নিজেদের মাঠে খেলবে বেশ নির্ভার থেকে।

তবে সবচেয়ে নির্ভার আসলে আর্সেনাল। পিএসভির মাঠ থেকে ৭-১ গোলে জিতে আসা মিকেল আরতেতার দল আজ নিজের মাঠে স্রেফ দাঁড়িয়ে থাকলেই হয়তো কোয়ার্টার ফাইনালে চলে যাবে।

চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে প্রতিপক্ষের মাঠে কখনো দুই গোলের বেশি ব্যবধান ঘুচিয়ে পরের রাউন্ডে যেতে পারেনি কোনো দল, পিএসভিকে আজ ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে হলেও অন্তত ছয় গোল করতে হবে!

এমন কখনো হয়নি, আজও হবে না, এটা নিশ্চিন্তে বলে দেওয়া যায়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আতল ত ক র

এছাড়াও পড়ুন:

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও আবেদপুত্র সোহানের সম্পদ ক্রোকের আদেশ

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তাজুল ইসলামের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, কুমিল্লায় তাজুল ইসলামের ৬২টি দলিলের মাধ্যমে কেনা সম্পদ ও তিনটি গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত তাঁর ৩৪টি ব্যাংক হিসাব ও ১৮টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, তাজুল ইসলাম পাবলিক সার্ভেন্ট হয়ে অপরাধমূলক আচরণ ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাঁর ৩৫টি ব্যাংক হিসাবে ৭৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা জমা হয়। তোলা হয়েছে ৬৬ কোটি ১২ লাখ ৫৭ হাজার টাকা।

আবেদ আলীর ছেলে সোহানের সম্পদ ক্রোকের আদেশ

প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

দুদক জানিয়েছে, মাদারীপুরে সোহানুর রহমানের জমি ও একটি গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত।

৭ এপ্রিল সৈয়দ আবেদ আলীর মাদারীপুরের জমি ক্রোকের আদেশ দেন আদালত। তাঁর ১৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের সম্পদ ক্রোকের আদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বিমল কৃষ্ণের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাবে ৩২ কোটি টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে দুদক। তোলা হয় ৩১ কোটি টাকা। এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

আবার রন হক ও রিক হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার, তাঁর ভাই রিক হক সিকদারসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া অপর ১১ জন হলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আলম আহাম্মেদ, হরিদাস বর্মন, আরিফ মো. শহিদুল হক, এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মুশতাক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের ও মাররুর হোসেন।

এর আগে গত ১১ মার্চ রন হক সিকদার, তাঁর ভাই রিক হকসহ ১৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

সম্পর্কিত নিবন্ধ