ডিপিএলের তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, তামিমের সেঞ্চুরি
Published: 12th, March 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিকেএসপির দুই ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তিন দলই বড় জয় নিশ্চিত করেছে। এর মধ্যে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছেন তামিম ইকবাল।
বুধবার প্রাইম ব্যাংক বিকেএসপির ৪ নম্বর মাঠে শুরুতে ব্যাট করে ২৯.
রূপগঞ্জের ওপেনার তানজিদ তামিম ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মারেন তিনি। তিনে নেমে সৌম্য সরকার ৪০ বলে ৫০ রানের হার না মানা ইনিংস খেলেন। পাঁচটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। ব্যাট হাতে ১৬ রান করা ওপেনার সাইফ ৩৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ম শুরুতে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয়। জবাবে ৩২.৫ ওভারে ৯ উইকেটে জয় তুলে নেয় মোহামেডান। তামিম ৯৬ বলে ১০৫ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার ও চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে। চলতি ডিপিএলের ৪ ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। মাহিদুল ইসলাম অঙ্কন ৭৫ রানের ইনিংস খেলেন। মোহামেডানের তাইজুল ইসলাম ৪টি ও আবু হায়দার ৩ উইকেট নেন।
মিরপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাব ৩৩.১ ওভারে মাত্র ১০০ রান করে অলআউট হয়। আবাহনী ১৪.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। পারভেজ ইমন ৫৫ রান করেন। আবাহনীর তরুণ অলরাউন্ডার মাহফুজুর রাব্বি ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল ত ম ম ইকব ল র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
লিটনের ফিফটি, তবু হার গুলশানের, লাঞ্চের আগেই জিতে গেল রূপগঞ্জ
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। দ্বিতীয় ম্যাচে সেই দলটি হেরে যায় ধানমন্ডির কাছে। আজ রূপগঞ্জ জয়ে ফিরল শাইনপুকুরকে ১০ উইকেটে হারিয়েই। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেও উঠল দলটি। আজ দিনের অন্য দুই ম্যাচে অগ্রণী ব্যাংক লিটন দাসের গুলশান ক্রিকেট ক্লাবকে ও গাজী গ্রুপ ধানমন্ডিকে হারিয়েছে।
লাঞ্চের আগেই রূপগঞ্জের জয়প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই ঘটাল লিজেন্ডস অব রূপগঞ্জ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে ৯৩ রানে অলআউট করেছিল তারা, এবার মিরপুরে প্রতিপক্ষকে থামিয়েছে আরও কম রানে। টসে হেরে ব্যাট করতে নেমে ৬৯ রানে অলআউট শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রান তাড়ায় নেমে ৯.৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।
শাইনপুকুর অবশ্য প্রথম উইকেটটা হারায় নবম ওভারে। ২৬ বলে ১৮ রান করে ওপেনার মঈনুল ইসলাম ক্যাচ তুলে দেন। এরপরই রীতিমতো ধস নামে শাইনপুকুরের ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে আরেক ওপেনার নিয়ন জামানের ব্যাট থেকে।
৩ উইকেট নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম