তামিমের সেঞ্চুরিতে মোহামেডানের জয়, শীর্ষেই রূপগঞ্জ
Published: 12th, March 2025 GMT
আবার তামিমের সেঞ্চুরি, আবার মোহামেডানের জয়
টানা দ্বিতীয় সেঞ্চুরি এল তামিম ইকবালের ব্যাট থেকে। তাতে তাঁর দল মোহামেডান ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পেয়েছে ৯ উইকেটের বড় জয়। শুরুতে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। মোহামেডান ৩২.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচসেরার পুরস্কার হাতে তামিম ইকবাল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হজযাত্রী প্রতিস্থাপন ১৮ এপ্রিলের মধ্যে
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম আগামী ১৮ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এ বিষয়ে হজ পরিচালককে অবহিত করতে হবে।
এই নির্দেশনা দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর মালিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চলতি হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা বা মৃত্যুর কারণে হজে গমনে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ এর বিধি ১৩ অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।
আরো পড়ুন:
মায়ের শাড়িতে বধূ সাজেন মেহজাবীন
বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব
তবে হজযাত্রীকে না জানিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে হুঁশিয়ার করা হয়েছে।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করার সুযোগ পাবেন।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল