মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ
Published: 12th, March 2025 GMT
মাগুরার শিশু ধর্ষণ মামলার তিন পুরুষ আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত চার আসামির মধ্যে তিন জনের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে তাদের ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে ভুক্তভোগী শিশুর ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো.
ঢাকা/শাহীন/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন: তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে পুলিশ
দেশজুড়ে নারীবিদ্বেষী ঘটনাপ্রবাহ ও ধর্ষণকাণ্ডের মধ্যে নারী নির্যাতন প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে জরুরিভিত্তিতে হটলাইন সেবা দিচ্ছে পুলিশ।
বাহিনীটির সদর দপ্তর থেকে বলা হয়েছে, হটলাইনে নারী নির্যাতনের কোনো তথ্য পাওয়ামাত্রই সেটি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকাল ৮টা পর্যন্ত পাওয়া ১০৩টি অভিযোগের মধ্যে ক্ষেত্রবিশেষে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
আরো পড়ুন:
‘ওসিকে বলেন আসতে, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’
পদ্মায় জিওব্যাগ বোঝাই বাল্কহেড ডুবি, নিখোঁজ ২
অভিযোগের ভিত্তিতে যেসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার সেখানে তৎক্ষণাৎ নিকটস্থ থানার পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে, বলছে পুলিশ সদর দপ্তর।
হটলাইন সেবার আওতায় অভিযোগ পাওয়ার পর যেসব ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি, সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর সোমবার (১০ মার্চ) বিকাল ৪টা থেকে হটলাইন চালু করে।
অবশ্য, হটলাইনের মাধ্যমে পাওয়া ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ নারী নির্যাতন-বিষয়ক নয়। এগুলোর মধ্যে ছিল- কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া প্রভৃতি।
পুলিশ সদর দপ্তরের হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।
নারী নির্যাতন প্রতিরোধের জন্য খোলা হটলাইন নম্বরে অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল