অবশেষে সালথা-ফরিদপুর সড়কে বাস চলাচল শুরু
Published: 12th, March 2025 GMT
দীর্ঘ পাঁচ বছর পর সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে শুরু হয়েছে বাস চলাচল। ছাত্র-জনতা ও স্থানীয়দের নানা আন্দোলন-কর্মসূচির পর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, আজ বুধবার সকালে সালথা উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাস চলাচলে ড্রাইভারদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। দীর্ঘদিন পর বাস চলাচলের অনুমতি পেয়ে অনেককে আনন্দ উল্লাস ও মিছিল করতে দেখা যায়।
প্রসঙ্গত, সালথা রুটে থ্রি হুইলার গাড়ি চলছিল দীর্ঘদিন ধরে। গাড়িগুলো জেলা শহরে যাত্রী আনা-নেওয়া করত। চালকদের বেপরোয়া চলাচলের কারণে মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হতো সাধারণ যাত্রীরা। গত কয়েক মাসে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে নড়েচড়ে বসে ছাত্র-জনতা ও স্থানীয় সচেতন মহল। তারা থ্রি হুইলার গাড়ি বন্ধ ও বাস চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে আসছিল, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়ে আসছিল।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
হজযাত্রী প্রতিস্থাপন ১৮ এপ্রিলের মধ্যে
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম আগামী ১৮ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এ বিষয়ে হজ পরিচালককে অবহিত করতে হবে।
এই নির্দেশনা দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর মালিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চলতি হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা বা মৃত্যুর কারণে হজে গমনে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ এর বিধি ১৩ অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।
আরো পড়ুন:
মায়ের শাড়িতে বধূ সাজেন মেহজাবীন
বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব
তবে হজযাত্রীকে না জানিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে হুঁশিয়ার করা হয়েছে।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করার সুযোগ পাবেন।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল