অবশেষে সালথা-ফরিদপুর সড়কে বাস চলাচল শুরু
Published: 12th, March 2025 GMT
দীর্ঘ পাঁচ বছর পর সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে শুরু হয়েছে বাস চলাচল। ছাত্র-জনতা ও স্থানীয়দের নানা আন্দোলন-কর্মসূচির পর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, আজ বুধবার সকালে সালথা উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাস চলাচলে ড্রাইভারদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। দীর্ঘদিন পর বাস চলাচলের অনুমতি পেয়ে অনেককে আনন্দ উল্লাস ও মিছিল করতে দেখা যায়।
প্রসঙ্গত, সালথা রুটে থ্রি হুইলার গাড়ি চলছিল দীর্ঘদিন ধরে। গাড়িগুলো জেলা শহরে যাত্রী আনা-নেওয়া করত। চালকদের বেপরোয়া চলাচলের কারণে মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হতো সাধারণ যাত্রীরা। গত কয়েক মাসে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে নড়েচড়ে বসে ছাত্র-জনতা ও স্থানীয় সচেতন মহল। তারা থ্রি হুইলার গাড়ি বন্ধ ও বাস চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে আসছিল, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়ে আসছিল।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
চিকিৎসা নিয়ে দেশে ফিরে মিরপুরে তামিম
মিরপুর শের-ই-বাংলায় হুট করে দেখা মিলল তামিম ইকবালের। শনিবার (১২ এপ্রিল) ঢাকা লীগে মোহামেডান বনাম আবাহনী ম্যাচ চলছে। তামিম দুপুর তিনটা নাগাদ মাঠে আসেন। শুক্রবার রাতে চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তিনি। আজ দুপুরে মাঠে এসে ড্রেসিং রুমে বসে কয়েক ওভার খেলা দেখেন তামিম। শারীরিক অসুস্থতায় না পড়লে তামিমকেও নিশ্চিতভাবে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে মাঠে দেখা যেত। কিন্তু আপাতত তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।
গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর ও পরে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হয়ে পড়েন তামিম। তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতোটাই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধরে সিপিআর ও তিনটি ডিসি শক দিতে হয়েছে। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা। অবিশ্বাস্য গতিতে হয়েছে সবকিছু। চিকিৎসকদের প্রতিটি সিদ্ধান্ত সময়মতো হওয়ায় তামিম পেয়েছেন নতুন এক জীবন।
পরদিন ২৫ মার্চ, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। এরপর গত ২৮ মার্চ, হার্ট অ্যাটাকের চারদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তামিম।
আরো পড়ুন:
‘পৃথিবীর সেরা চিকিৎসা পেয়েছেন তামিম’
চারদিন পর হাসপাতাল থেকে বাসায় তামিম
উন্নত চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।
ঢাকা/ইয়াসিন/নাভিদ