Risingbd:
2025-03-12@15:49:43 GMT

স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!

Published: 12th, March 2025 GMT

স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এক সময় নিয়মিত ছোটপর্দায় অভিনয় করলেও এখন চলচ্চিত্র নিয়ে অধিক ব্যস্ত। ঈদুল ফিতর উপলক্ষে ‘শেষটা তুমি’ শিরোনামে নাটকে অভিনয় করেছেন তিনি।   

মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে এতে স্পর্শিয়ার প্রেমিকের চরিত্রে দেখা যাবে দুই ভাইকে! দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন— মুশফিক আর ফারহান ও মীর রাব্বী।

নির্মাতা জানান, ‘শেষটা তুমি’ নাটকে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে, একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক আর ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের প্রেম নিয়ে তৈরি জটিলতা উঠে এসেছে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।

আরো পড়ুন:

সহকারীর লাশ উত্তোলন নিয়ে যা বললেন তানজিন তিশা

ধর্ষণের বিরুদ্ধে রাজপথে নির্মাতারা

নির্মাতা মাহমুদ মাহিন মনে করেন, “এটি সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প। গল্পটা বেশ সিরিয়াস। চিত্রনাট্যে অনেক উত্থান-পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি, দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক স পর শ য়

এছাড়াও পড়ুন:

হজযাত্রী প্রতিস্থাপন ১৮ এপ্রিলের মধ্যে

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম আগামী ১৮ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এ বিষয়ে হজ পরিচালককে অবহিত করতে হবে।

এই নির্দেশনা দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর মালিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, চলতি হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা বা মৃত্যুর কারণে হজে গমনে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ এর বিধি ১৩ অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।

আরো পড়ুন:

মায়ের শাড়িতে বধূ সাজেন মেহজাবীন

বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব

তবে হজযাত্রীকে না জানিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে হুঁশিয়ার করা হয়েছে।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করার সুযোগ পাবেন।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ