গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু
Published: 12th, March 2025 GMT
গাজীপুরের সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। এতে চার ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে।
ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার পর বুধবার সকাল ৮টার দিকে এ অবরোধ শুরু করেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা। দুপুর ১২টার দিকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে সড়ক থেকে সরে যান বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম।
নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার সুইং সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার ভোরে ৫টা ৪০মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে অটোরিকশা ও ট্রাকচাপায় তাদের সহকর্মী তামান্না নিহত হয়েছেন।
এ ঘটনায় দ্রুত ট্রাকচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন তারা।
শ্রমিকদের দাবির মধ্যে ছিল, নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণ পোষণসহ ক্ষতিপূরণ দেওয়া, ডিউটি টাইম সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা পর্যন্ত করা এবং বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া ও ইফতারের পর কোনো ডিউটি না করা। এছাড়া ঈদে ১০দিন ছুটি, চলতি মাসের ২০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করাসহ অতিদ্রুত পর্যাপ্ত পরিমাণে ফেস পাঞ্চ মেশিন বাড়ানোর ব্যবস্থার দাবি জানান তারা।
এদিকে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ও চালকরা চরম দুর্ভোগে পড়েছিলেন। অনেকেই হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
ওসি আব্দুল হালিম জানান, পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে যান।
শ্রমিকরা সড়ক ছেড়ে দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের প্রয়াত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।