জীবনযাপনে ছিলেন কিছুটা অগোছালো। মাঝেমধ্যে রাতে বাড়ি ফিরতেন না। এ কারণে তিন দিন ধরে নিখোঁজ থাকলেও পরিবারের কেউ খোঁজ করেননি। তবে আজ বুধবার বাড়ির পাশের একটি বাগানে পাওয়া যায় তাঁর লাশ।

নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম ওরফে রুবেল (২৫)। তাঁর বাড়ি নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ বেলা একটার দিকে সুধারাম থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহত কামরুল ইসলাম করিমপুর গ্রামের ইউছুপ নবী গাজীর ছেলে। ছেলের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, গত সোমবার বিকেল থেকে কামরুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁরা ভেবেছিলেন, কামরুল হয়তো শ্বশুরবাড়িতে রয়েছেন। তাই থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেননি।

ইউছুপ নবী আরও বলেন, এলাকার এক ব্যক্তি বাড়ির পাশের বাগানের ভেতর দিয়ে গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখেন, বাগানের ভেতরে বাঁশের তৈরি একটি মাচার পাশে কামরুলের লাশ পড়ে আছে। তাঁর চিৎকারে আশপাশের লোক জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস দাশ। তিনি প্রথম আলোকে বলেন, লাশ দেখে মনে হয়েছে কয়েক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের পাশে কীটনাশকের প্যাকেট পাওয়া গেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জীবনকে আটকে রেখে সিনেমা মুক্তির ঘোষণা দিলেন মোশাররফ

আসছে ঈদে মুক্তির মিছিলে রয়েছে প্রায় হাফ ডজন সিনেমা। নতুন করে যুক্ত হয়েছে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’, যা পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এটি নির্মাতার প্রথম সিনেমা।

সম্প্রতি এক ভিডিওতে নাটকীয় এক প্রমোশনাল ভিডিওর মাধ্যমে ‘চক্কর ৩০২’ ঈদে মুক্তির ঘোষণা দেন মোশাররফ করিম ও নির্মাতা জীবন।

ভিডিওতে দেখা যায়, একটি ঘরে জীবনকে মুখ আঁটকে রেখে দড়ি দিয়ে বেঁধে চেয়ারে বসিয়ে রাখা হয়। সেখানে মোশাররফ করিম অনেকটা বিরক্ত হয়ে জীবনকে বলেন, তুমি অনেক যন্ত্রণা দিয়েছো আমাকে। এজন্য আটকে রাখা হয়েছে। বারবার জীবন তার বাঁধন খুলে দিতে বললে কোনোভাবে মোশাররফ করিম রাজি হন না। একপর্যায়ে মুখে লাগানো টেপ খুলে দিয়ে মোশাররফ করিম বলেন, সিনেমা রিলিজ দেয়া তোমার দায়িত্ব, দিচ্ছো না কেন? আমি অভিনেতা। সব কাজ করে দিয়েছি। এখন তুমি টিজার, গান রিলিজ আরও যা আছে সেগুলো দিচ্ছো না কেন?

শেষে মোশাররফ করিম জীবনকে আবার মুখ আটকে বলে দেন, ঈদে চক্কর রিলিজ হবে, প্রমোশন হবে সবই কিন্তু জীবন তোমার রিলিজ নাই।

মুক্তির আগে অভিনেতা ও নির্মাতার এমন ব্যতিক্রমী প্রমোশনাল ভিডিওতে নজর কেড়েছে। পরিচালক শরাফ আহমেদ জীবনের ভাষ্য, চক্কর’র মানবিক স্পর্শ ও থ্রিলার গল্পের ছবি। মানুষ দেখা শুরু করলে গুড এক্সপেরিয়েন্স পাবে।

‘চক্কর ৩০২’ সিনেমায় ইন্সপেক্টর মইনুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সরকারি অনুদানে ও কারখানা প্রোডাকশন্সের প্রযোজনায় এর শুটিং হয়েছে। সহ-প্রযোজনায় গামাফ্লিক্স।

সম্পর্কিত নিবন্ধ