অ্যাতলেটিকোর ঘরের মাঠে রিয়ালের সুযোগ আছে?
Published: 12th, March 2025 GMT
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ শেষে অ্যাতলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ রীতিমত একটা হুমকি দিয়ে রাখলেন নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। আর্জেন্টাইন এই স্ট্রাইকার জানালেন, ‘এখনও ৯০ মিনিট বাকি আছে’। এতেই আভাস পাওয়া যাচ্ছে আজ রাতে, (১২ মার্চ, ২০২৫) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগেটা, একটা মহারণে পরিণত হতে যাচ্ছে।
প্রথম লেগে ২-১ ব্যবধানে জেতার পরও রিয়ালের এগিয়ে থাকাটাকে ঠুনকো মনে হচ্ছে। কারণ আজ রাতের লড়াইটা যে, অ্যাতলেটিকোর মাঠ মেত্রোপলিটানোতে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগটা ঘরের মাঠে পাওয়াটাকে অ্যাডভান্টেজ হিসেবেই গণ্য করা হয়। তবে প্রতিপক্ষ যখন রিয়াল আর আসরতা যখন চ্যাম্পিয়নস লিগ, তখন অ্যাতলেটিকোর স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই।
ঘরের মাঠ মেত্রোপলিটানোতে অ্যাতলেটিকো প্রায় ৭০ শতাংশ ম্যাচই জিতেছে। তবে এই মাঠে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তারা মাত্র ৩৩ শতাংশ ম্যাচে জয়ের মুখ দেখেছে। তবে এরপরআও চ্যাম্পিয়নস লিগে কিছুই পূর্বানুমান করা যায় না। বিশেষ করে এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে তো একদম না।
আরো পড়ুন:
জয়ের পর আনচেলত্তি জানালেন, নজর কেবল ‘তিন পয়েন্টে’
সুন্দরের গান গেয়ে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে রিয়াল
এই ম্যাচের আগে স্প্যানিশ লা লিগার সবশেষ ম্যাচে ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে দুই দলের। গেটাফের মাঠে গিয়ে দিয়াগো সিমিওনের অ্যাতলেটিকো ২-১ ব্যবধানে হেরে এসেছে। একই ব্যবধানে রায়ো ভায়াকানার বিপক্ষে ম্যাচ জিতেছে কার্লো আঞ্চেলত্তির রিয়াল।
গেটাফের বিপক্ষে প্রথমার্ধে চোটে পড়ার কারণে বিরতির পর আর মাঠে দেখা যায়নি অ্যাতলেটিকোর আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলকে। চোটে আছেন দলটির গুরুত্বপূর্ণ ফরাসি সেন্টারব্যাক ক্লেমেন ল্যাঙলেট। তবে আশা করা হচ্ছে রিতালের বিপক্ষে এই দুই ফুটবলারকেই আজ পাবে লস রজাব্ল্যাঙ্কসরা। তবে সিমিওনের যে কশল তাতে শক্তির এবং ফিটনেসের বড্ড প্রয়োজন হয়। সেই জায়গাটায় এই দুই জন কতটা কার্যকরী হবে সেটা বিশাল প্রশ্ন। আর যদি ল্যাঙলেটের স্থানে রবিন লে নরমান্ড খেলেন তবে আগের ম্যাচের মতই এই জোন দিয়ে রিয়াল সকল আক্রমণ সাজাবে।
লস ব্ল্যাঙ্কসদের বয়সভিত্তিক দলে থেকে প্রত্যাখিত হওয়া আলভারেজ সবসময়ই রিয়ালের বিপক্ষে তাঁতিয়ে থাকেন। ৬ ম্যাচ খেলে এই আর্জেন্টাইন মাদ্রিদের সাদাদের বিপক্ষে পেয়েছেন ৩ গোল। অন্যদিকে এই ২৫ বছর বয়সী স্ট্রাইকারের কাছে ২০২২ বিশ্বকাপ হারানো কিলিয়ান এমবাপেও কোনভাবেই আজ রাতের লড়াই হারতে চাইবেন না। আগের লেগে গোল না পাওয়া ফরাসি উইঙ্গার এই ম্যাচে গোল ক্ষরা কাটাতে চাইবেন।
তবে চ্যাম্পিয়নস লিগের নক আউটে রিয়ালের ‘এক্স ফ্যাক্টর’ বরাবরই রদ্রিগো। এই মৌসুমে ইতিমধ্য্যেই ৫ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন। বিশেষ মুহুর্তে দলের প্রয়োজনে সবার আগেই এগিয়ে আসেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। আগের ম্যাচেও এক নান্দনিক গোল করেছিলেন এই ফুটবলার।
তবে রিয়ালের বর্তমান গোল স্কোরারদের রেকর্ড অ্যাতলেটিকোর বিপক্ষে মোটেই সুবিধা না। ভিনিসিয়ুস ও এমবাপে যথাক্রমে ১৬ ও ২ ম্যাচে করেছেন একটি করে গোল। অন্যদিকে অ্যাতলেটিকোর বিপক্ষে ১৪ ম্যাচ খেলা রদ্রিগোর গোল ৩টি। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রিয়ালের সবচেয়ে ভালো রেকর্ড ব্রাহিম দিয়াজের। এই অ্যাটাকিং মিডফিল্ডার ৮ ম্যাচে করেছেন পেয়েছেন ৩ গোল।
রিয়াল চ্যাম্পিয়নস লিগে বরাবরই অতুলনীয়। তবে আজ রাতের ম্যাচের আগে অ্যাতলেটিকোর পক্ষে কথা বলছে তাদের সাম্প্রতিক ইতিহাস। লস রোকাব্ল্যাঙ্কসরা গত মৌসুমে শেষ ষোলোতে ইন্টার মিলানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ১-০ ব্যবধানে হেরে এসেছেও ঘরের মাঠে ভালো খেলে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ আতল ত ক ম দ র দ চ য ম প য়নস ল গ ঘর র ম ঠ ব যবধ ন আজ র ত
এছাড়াও পড়ুন:
রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিন্মমুখী, আরো কমবে: বশিরউদ্দিন
রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিন্মমুখী আছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা শেখ বরিশউদ্দিন বলেছেন, নিত্যপণ্যের বাজার সামনে আরো কমবে।
বুধবার (১২মার্চ) সন্ধ্যায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর উদ্যোগে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে ইফতার পরবর্তী ইমাম ও খতিবদের সমাবেশে যোগ দিয়ে বাণিজ্য উপদেষ্টা একথা বলেন।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা ও বিভিন্ন মসজিদের খতিব- ইমাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
আ.লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার
ফারুকীকে উপদেষ্টা করায় হেফাজতের নিন্দা
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, “৫ আগস্টে যে ছাত্র-জনতার বিপ্লব হলো, তার পেছনে একটি বড় কারণ হলো সম্পদের বৈষম্য। এটি দূর করতে হবে আমাদের কর্ম ও নীতি নির্ধারণের মাধ্যমে। সম্পদের বৈষম্য দূর করতে ইসলামি মডেলের কর্জে হাসানা ও যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
“যাকাত সম্পদ ডিস্ট্রিবিউশনের একটি কার্যকর ইসলামি মডেল। যাকাত ব্যক্তির দায়- এটা কোনো চ্যারিটি নয়। যাকাত প্রদাণে ইমাম ও খতিবরা মানুষকে অনুগ্রাণিত করতে পারেন। এর মাধ্যমে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে, দারিদ্র্য কমে আসবে। যাকাত মজুতদারি নিরুৎসাহিত করে,” বলেন তিনি।
টিসিবি বছরে ১২ হাজার কোটি টাকার কার্যক্রম পরিচালনা করে বলে তুলে ধরে শেখ বশিরউদ্দিন বলেন, “এতে সরকারের ভর্তুকি সাড়ে চার হাজার কোটি টাকা। আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সকল ক্ষেত্রে মারাত্মক দুর্নীতি হয়েছে বিগত সময়ে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টিসিবির কার্যক্রমেও চূড়ান্ত দুর্নীতি হয়েছে।”
টিসিবির কার্যক্রমে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা কামনা করে তিনি বলেন, “শুধু ইসলামের নয়, সকল ধর্মের নেতাদের প্রতি আহ্বান- আপনারা টিসিবির ১ কোটি প্রান্তিক পরিবারকে সঠিকভাবে বাছাই করতে সহযোগিতা করেন। আপনাদের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।”
কোরবানির চামড়া সংরক্ষণ ও নায্যমূল্য নিশ্চিতকরণে সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এবার সরকার মাদ্রাসা ও এতিমখানায় কোরবানির চামড়া সংরক্ষণের জন্য লবণ পৌঁছে দিবে। আপনাদের দায়িত্ব হবে চামড়া কোরবানির দিনেই বিক্রি না করে পরিষ্কার করে লবণ দিয়ে সংরক্ষণ করবেন। সাত দিন পরে বিক্রি করলে উপযুক্ত দাম পাবেন।”
চামড়াকে জাতীয় সম্পদ বর্ণনা করে তিনি বলেন, “এটা আমাদের মাদ্রাসা ও এতিমখানার আয়ের একটি বড় উৎস। চামড়া শিল্পের বিকাশে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ নিচ্ছে।”
কোরবানির পরপরই ঢাকার বাইরের জেলা থেকে চামড়া ঢাকায় ঢুকলে সরবরাহ বেড়ে যায়, দামও কমে যায় বলে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এবার যাতে এটা না হয়, সেটা নিশ্চিত করা হবে।”
ঢাকা/হাসনাত/রাসেল