বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাসের সিএমএইচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিএমএইচের জিমনেশিয়াম/ডিভিশন সুইমিংপুলের জন্য একজন বেসামরিক হিসেবে মহিলা ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: বেসামরিক মহিলা ফিজিওথেরাপিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি থেকে ফিজিওথেরাপি পাস হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
কাজের সময়: প্রতিদিন ১০ ঘণ্টা (সরকারি ছুটির দিন ছাড়া)।
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদনআগ্রহী প্রার্থীদের নিজ নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, মুঠোফোন নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন/ভোটার আইডি কার্ড, জাতীয়তা সনদপত্র, সব শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
আরও পড়ুননৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, ১৩ থেকে ২০তম গ্রেডে পদ ২৫২১১ মার্চ ২০২৫আবেদনপত্র পাঠানোর ঠিকানাঅধিনায়ক, ১০১ ফিল্ড অ্যাম্বুলেন্স (মোবাইল: ০১৭৬৯-১০২২২২), ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প, চকরিয়া, কক্সবাজার।
আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল ২০২৫।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিএমএইচে চিকিৎসাধীন শিশুটি লাইফ সাপোর্টে
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে লাইফ সাপোর্টে আছে। তার বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে সোমবার (১০ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটিকে (৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকাকালে গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। তখন তার রক্তচাপ ১২০/৭০ মি.মি. (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদ স্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬ শতাংশ পাওয়া যায়। শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
রোগীর যথাযথ অবস্থার নিরূপণ এবং সঠিক চিকিৎসা প্রদানের নিমিত্তে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চিফ সার্জন জেনারেল, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু সার্জারি বিভাগ, সিনিয়র অ্যানেস্থিশিয়া বিশেষজ্ঞ, সিনিয়র শিশু নিউরোলজিস্টের সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিটি স্ক্যান অব অ্যাবডেমেন, চেস্ট অ্যান্ড ব্রেইন, ইউজিএস অব অ্যাবডোমেন, চেস্ট এক্সরে এবং রক্তের প্রয়োজনীয় পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয়।
পরীক্ষায় শিশুটির Pneumothrox (RT) এবং ARDS এবং Diffuse Cerebral Edema ধরা পড়ে এবং একইসঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদানুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে আছে।
গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়।
ঢাকা/হাসান/এনএইচ