‘টস’, ‘আলসেমি’—লিভারপুল–পিএসজি ম্যাচে পার্থক্য গড়েছে যা কিছু
Published: 12th, March 2025 GMT
গ্যারি নেভিলের ক্যারিয়ার কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। খেলোয়াড়ি জীবনে তাই স্বাভাবিকভাবেই তাঁর লিভারপুলের মঙ্গল চাওয়ার কথা নয়। খেলা ছাড়ার পর নেভিল ফুটবল পণ্ডিত হওয়ার পর কেউ কেউ ভাবতে পারেন, এখন অন্তত লিভারপুল নিয়ে দু-একটা ভালো কথা বলবেন। কিন্তু ইউনাইটেড যাঁর রক্তে, তিনি তা পারেন কীভাবে! চ্যাম্পিয়নস লিগে লিভারপুল কাল রাতে মাঠে নামার আগে নেভিল স্কাই স্পোর্টস পডকাস্টে বলে রেখেছিলেন, অ্যানফিল্ডের ক্লাবটির এবার ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা তিনি দেখেন না।
আরও পড়ুনমেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল২ ঘণ্টা আগেলিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। হাতে ৯ ম্যাচ রেখে দ্বিতীয় দলের সঙ্গে ১৫ পয়েন্ট ব্যবধানে শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলেও। কেউ কেউ এখনই অবশ্য লিভারপুলকে লিগজয়ী হিসেবে দেখছেন। ভাবখানা অনেকটাই এমন যে এখন চ্যাম্পিয়নস লিগ জিততে পারলেই ট্রেবল জয়টা হয়ে যায়!
নেভিলের আপত্তিটা ছিল ঠিক এখানেই। শেষ ষোলো পেরিয়ে লিভারপুলকে তিনি কোয়ার্টার ফাইনালে দেখেননি। ঘটলও ঠিক তা–ই। দুই লেগ মিলিয়ে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ট্রেবল জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে আর্নে স্লটের দলকে। গত বছর মে মাসে স্লট অ্যানফিল্ডে কোচ হয়ে আসার পর এটাই প্রথম বড় বিপর্যয় লিভারপুলের।
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় জনতা ইব্রাহিম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবক মো. ইব্রাহিম গাজী (২১) গোপীনাথপুর গ্রমের মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের ছেলে।
স্থানীয়রা জানায়, ধর্ষণের শিকার শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী ওই শিশুর পিতা কয়েক বছর আগে মারা গেছেন। গিতা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করে বর্তমান স্বামীর সংসার নিয়ে সেখানে বসবাস করছেন। মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় বাক প্রতিবন্ধী ওই শিশু তার নানার বাড়ি গোপীনাথপুরে থাকে। ধর্ষক ইব্রাহিম গাজীর বাড়িও ওই শিশুটির নানার বাড়ি পাশে।
বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে বাক প্রতিবন্ধী ওই শিশুকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি শিশুটির নানিসহ আশেপাশের লোকজন জানতে পেরে ধর্ষক ইব্রাহিম গাজীকে আটক করে কলারোয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে আদালতের মাধ্যমে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/শাহীন/এস