‘টস’, ‘আলসেমি’—লিভারপুল–পিএসজি ম্যাচে পার্থক্য গড়েছে যা কিছু
Published: 12th, March 2025 GMT
গ্যারি নেভিলের ক্যারিয়ার কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। খেলোয়াড়ি জীবনে তাই স্বাভাবিকভাবেই তাঁর লিভারপুলের মঙ্গল চাওয়ার কথা নয়। খেলা ছাড়ার পর নেভিল ফুটবল পণ্ডিত হওয়ার পর কেউ কেউ ভাবতে পারেন, এখন অন্তত লিভারপুল নিয়ে দু-একটা ভালো কথা বলবেন। কিন্তু ইউনাইটেড যাঁর রক্তে, তিনি তা পারেন কীভাবে! চ্যাম্পিয়নস লিগে লিভারপুল কাল রাতে মাঠে নামার আগে নেভিল স্কাই স্পোর্টস পডকাস্টে বলে রেখেছিলেন, অ্যানফিল্ডের ক্লাবটির এবার ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা তিনি দেখেন না।
আরও পড়ুনমেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল২ ঘণ্টা আগেলিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। হাতে ৯ ম্যাচ রেখে দ্বিতীয় দলের সঙ্গে ১৫ পয়েন্ট ব্যবধানে শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলেও। কেউ কেউ এখনই অবশ্য লিভারপুলকে লিগজয়ী হিসেবে দেখছেন। ভাবখানা অনেকটাই এমন যে এখন চ্যাম্পিয়নস লিগ জিততে পারলেই ট্রেবল জয়টা হয়ে যায়!
নেভিলের আপত্তিটা ছিল ঠিক এখানেই। শেষ ষোলো পেরিয়ে লিভারপুলকে তিনি কোয়ার্টার ফাইনালে দেখেননি। ঘটলও ঠিক তা–ই। দুই লেগ মিলিয়ে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ট্রেবল জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে আর্নে স্লটের দলকে। গত বছর মে মাসে স্লট অ্যানফিল্ডে কোচ হয়ে আসার পর এটাই প্রথম বড় বিপর্যয় লিভারপুলের।
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গরমে স্বস্তির পানীয়
চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী
ফ্রুট পাঞ্চ
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
কোল্ড ডেভিনশন
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
স্মোক ম্যাংগো ধামাকা
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ব্লু মুন ড্রিংকস
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।