নাটোরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে শিক্ষকের যাবজ্জীবন
Published: 12th, March 2025 GMT
নাটোরের বড়াইগ্রামে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষক আব্দুর রহিম কালুকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার(১২ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত আব্দুর রহিম কালু নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ও উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যায় অভিযুক্ত আসামি ভুক্তভোগী শিক্ষার্থীকে জলসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদ্রাসায় ধর্ষণ করেন। পরে শিশুটি তার মা–বাবার কাছে বিষয়টি জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে মামলা করেন।
ঢাকা/আরিফুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৫
সুন্দরবনে থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১২ মার্চ) বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট তল্লাশি করে এই মাংস ও শিকারের জন্য ব্যবহৃত ৮০টি ফাঁদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫)। এরা সকলেই খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, “আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
বন্যপ্রাণি হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঢাকা/শহিদুল/এস