শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিওব্যাগ বোঝাই ‘মহসিন এক্সপ্রেস’ নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডটির ভেতরে থাকা দুই কর্মচারী নিখোঁজ হয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুর ২টা পর্যন্ত তাদের সন্ধান পায়নি ফায়ার সার্ভিস।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঘাটে নোঙর করা বাল্কহেডের দড়ি ছিড়ে ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেডটি জিওব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙ্গর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিওব্যাগ নামানো হলেও পেছনের দিকে জিওব্যাগ ছিল। অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে বাল্কহেডটির রশি ছিড়ে যায়। মুহূর্তেই নদীতে তলিয়ে যায় বাল্কহেডটি। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা দুই কর্মচারী নিখোঁজ হন। জরুরি সেবা নম্বর ৯৯৯-নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিস। শরীয়তপুরে ডুবুরি দল না থাকায়, মধ্যরাতে মাদারীপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। 

আরো পড়ুন:

গাজীপুরে সুতা কারখানায় অগ্নিকাণ্ড 

আমিনবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা

মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন আজ দুপুর ২টার দিকে বলেন, “নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলের অভিযান চলমান রয়েছে। পানির গভীরতা বেশি থাকায় বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।” 

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, “পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে যায়। এ ঘটনায় দুইজন নিখোঁজ। তাদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নদ

এছাড়াও পড়ুন:

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৫

সুন্দরবনে থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচ জনকে আটক করেছে কোস্ট গার্ড। 

বুধবার (১২ মার্চ) বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট তল্লাশি করে এই মাংস ও শিকারের জন্য ব্যবহৃত ৮০টি ফাঁদ জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন- মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫)। এরা সকলেই খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। 

কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, “আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” 

বন্যপ্রাণি হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ঢাকা/শহিদুল/এস

সম্পর্কিত নিবন্ধ