ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার কারণ জানালেন কারিনা
Published: 12th, March 2025 GMT
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং ‘সেক্স এডুকেশন’-এর অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসনকে নিয়ে একটি শোয়ের আয়োজন করেছিল দ্য ডার্টি ম্যাগাজিন। সেখানে তাঁরা তাঁদের কর্মজীবন থেকে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার নানা কথা এক অপরের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
জিলিয়ানের সাহসী অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। অন্যদিকে, কারিনাকে তাঁর দীর্ঘদিনের কেরিয়ারে এই ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যায়নি। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন দুই নায়িকা।
আপনি ঘনিষ্ঠ দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন- জিলিয়ানর এমন প্রশ্নের উত্তরে কারিনা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌনতা গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কিছু নয় যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে বা এটা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনও এটা করিনি। আমরা যৌনতাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসাবে দেখি না।’
কারিনা আরও বলেন, ‘আপনারা এই বিষয়টাকে যতটা মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনও ওভাবে গল্প বলতে পারি না। আপনাদের ওখানে সবটাই খুব খোলামেলা তাই খুব সহজেই আপনারা একটা মেয়ের আকাঙ্ক্ষাকে খোলামেলাভাবে দেখাতে পারেন।’
এই কথার সূত্র ধরে ‘চামেলি’ (২০০৩) ছবিতে কারিনার চরিত্রও আলোচনায় উঠে আসে। তবে কেবল এই প্রসঙ্গেই নয়, দুই অভিনেতার মধ্যে আরও নানা বিষয় ও কাজ নিয়ে আলোচনা হয়েছিল।
কাজের সূত্রে, ‘সিংহাম এগেইন’ (২০২৪) ছবিতে কারিনাকে সর্বশেষ দেখা গিয়েছে। এরপর কারিনা আভাস দিয়েছেন যে তাঁকে পরবর্তীতে মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে। তবে এই মাঝে নানা জল্পনাও উঠে এসেছে। শোনা গিয়েছে, খুব বড় দক্ষিণী ছবিতে নাকি নায়িকাকে দেখা যেতে পারে।
অন্যদিকে, জিলিয়ানকে আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ ‘দ্য অ্যাব্যান্ডনস’-এ দেখা যাবে। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। ১৮৫০-এর দশকের অস্থির ওল্ড ওয়েস্টের উপর ভিত্তি করে আবর্তিত হবে সিরিজের গল্প।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টার্মিনালে বসে ছিলেন নড়াইল এক্সপ্রেসের সুপারভাইজার মুসা, হঠাৎ এসে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা
নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার কালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম সমকালকে বলেন, ‘নতুন বাস টার্মিনাল এলাকায় একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তবে তাৎক্ষণিকভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।'
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।