বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং ‘সেক্স এডুকেশন’-এর অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসনকে নিয়ে একটি শোয়ের আয়োজন করেছিল দ্য ডার্টি ম্যাগাজিন। সেখানে তাঁরা তাঁদের কর্মজীবন থেকে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার নানা কথা এক অপরের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

জিলিয়ানের সাহসী অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। অন্যদিকে, কারিনাকে তাঁর দীর্ঘদিনের কেরিয়ারে এই ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যায়নি। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন দুই নায়িকা।

আপনি ঘনিষ্ঠ দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন- জিলিয়ানর এমন প্রশ্নের উত্তরে কারিনা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌনতা গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কিছু নয় যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে বা এটা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনও এটা করিনি। আমরা যৌনতাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসাবে দেখি না।’

কারিনা আরও বলেন, ‘আপনারা এই বিষয়টাকে যতটা মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনও ওভাবে গল্প বলতে পারি না। আপনাদের ওখানে সবটাই খুব খোলামেলা তাই খুব সহজেই আপনারা একটা মেয়ের আকাঙ্ক্ষাকে খোলামেলাভাবে দেখাতে পারেন।’ 

এই কথার সূত্র ধরে ‘চামেলি’ (২০০৩) ছবিতে কারিনার চরিত্রও আলোচনায় উঠে আসে। তবে কেবল এই প্রসঙ্গেই নয়, দুই অভিনেতার মধ্যে আরও নানা বিষয় ও কাজ নিয়ে আলোচনা হয়েছিল।

কাজের সূত্রে, ‘সিংহাম এগেইন’ (২০২৪) ছবিতে কারিনাকে সর্বশেষ দেখা গিয়েছে। এরপর কারিনা আভাস দিয়েছেন যে তাঁকে পরবর্তীতে মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে। তবে এই মাঝে নানা জল্পনাও উঠে এসেছে। শোনা গিয়েছে, খুব বড় দক্ষিণী ছবিতে নাকি নায়িকাকে দেখা যেতে পারে।

অন্যদিকে, জিলিয়ানকে আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ ‘দ্য অ্যাব্যান্ডনস’-এ দেখা যাবে। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। ১৮৫০-এর দশকের অস্থির ওল্ড ওয়েস্টের উপর ভিত্তি করে আবর্তিত হবে সিরিজের গল্প।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে লালন স্মরণোৎসব শুরু কাল, থাকছে না মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে কাল বৃহস্পতিবার থেকে লালন স্মরণোৎসব শুরু হচ্ছে। মূল আখড়াবাড়ির ভেতরে সাধু–বাউলেরা অষ্টপ্রহরব্যাপী (এক দিন) রীতিনীতি মেনে তাঁদের আচার–আচরণ করবেন। তবে এবারের স্মরণোৎসবে আখড়াবাড়ির পাশে কালী নদীর পাড়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে না।

লালন স্মরণোৎসব সফল করতে আজ বুধবার লালন আখড়াবাড়িতে লালন একাডেমির সভাকক্ষে কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৫ মার্চ লালন স্মরণোৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছিল।

ফকির লালন শাহ তাঁর জীবদ্দশায় ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে প্রতিবছর চৈত্রের দৌলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে অষ্টপ্রহরব্যাপী সাধুসঙ্গ উৎসব করতেন। তাঁর মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছেন ভক্ত-অনুসারীরা। তবে বিগত বেশ কয়েক বছর ধরে লালন একাডেমি তিন দিনের আয়োজন করে আসছে। আবার কোনো বছর পাঁচ দিনের উৎসবও হয়েছে।

গত বছর পবিত্র রমজান মাসের কারণে এক দিনের আয়োজন করেছিল লালন একাডেমি। সে বছর সাধুসঙ্গ হলেও ছিল না গ্রামীণ মেলা ও সংগীতানুষ্ঠান। এবারও রমজানের কারণে কালী নদীর পাড়ে মেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন থাকছে না।

এবারের প্রস্তুতিমূলক সভায় সবার সম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তুতি সভায় জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আখড়াবাড়ির (পাঁচ ঘরের) সাধু–বাউলেরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত মতে, বৃহস্পতিবার বিকেলে আখড়াবাড়ির ভেতরে সাধুসঙ্গ শুরু হবে। অষ্টপ্রহরব্যাপী সাধুসঙ্গ পরের দিন বিকেলে শেষ হবে। এ সময়ের মধ্যে সেখানে সাধু–বাউলেরা তাঁদের রীতিনীতি মেনে আচার অনুষ্ঠান করবেন। তবে কালী নদীর পাড়ে কোনো আয়োজন থাকবে না।

আজ বেলা ১১টায় লালন আখড়াবাড়িতে লালন স্মরণোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালন একাডেমির সভাকক্ষে জেলা কোর কমিটির সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সেনাবাহিনী ও র‍্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, কাল বেলা তিনটায় লালন আখড়াবাড়িতে লালন একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

সম্পর্কিত নিবন্ধ