৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি, বিউটি টোব্যাকোর কারখানা সিলগালা
Published: 12th, March 2025 GMT
৩৪ লাখ টাকা ভ্যাট ফাঁকির দায়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিউটি টোব্যাকোর সিগারেট তৈরির কারখানা সিলগালা করে দিয়েছেন যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।
মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার নতুন পাড়ায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস বলেন, ‘‘বিউটি টোব্যাকোর বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। অভিযানে ভ্যাট ফাঁকির সত্যতা মিলেছে।’’
তিনি বলেন, ‘‘কোম্পানিটি দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে সিগারেট তৈরি করে বাজারজাত করে আসছিল। এছাড়া, কারখানা থেকে নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়েছে।’’
‘‘পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্য করে কারখানা পরিচালনাসহ নানান অসঙ্গতি থাকায় বিউটি টোব্যাকোর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।’’- যোগ করেন তিনি।
অভিযানে ভ্যাট কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভ্যাট কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ম্যাজিস্ট্রেট সাথী দাস।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৫
সুন্দরবনে থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১২ মার্চ) বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট তল্লাশি করে এই মাংস ও শিকারের জন্য ব্যবহৃত ৮০টি ফাঁদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫)। এরা সকলেই খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, “আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
বন্যপ্রাণি হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঢাকা/শহিদুল/এস