সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক
Published: 12th, March 2025 GMT
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সৈয়দ মঞ্জুর এলাহী ৮৩ বছর বয়সে বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে (সিঙ্গাপুর সময় ৯টা ৩১ মিনিট) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শোকবার্তায় সৈয়দ মঞ্জুর এলাহীর আত্মার মাগফিরাত কামনা করেছেন অর্থ উপদেষ্টা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ঢাকা/হাসনাত/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গ্রিনল্যান্ডের নির্বাচনে স্বাধীনতাপন্থিদের জয়
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। এতে জয় পেয়েছে ডেনমার্ক থেকে স্বাধীনতার পথে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পক্ষে থাকা মধ্য-ডানপন্থি দল ডেমোক্রেটিট পার্টি।
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড দখলের কথা বলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে বলপ্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হমকিও তিনি দিয়েছেন। তার সেই হুমকি-ধমকি উপেক্ষা করে স্বাধীনতার পক্ষে মত দিয়েছে গ্রিনল্যান্ডবাসী।
নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ২৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিট পার্টি। ২০২১ সালের ৯ দশমিক ১ শতাংশের তুলনায় এবার দলটি বেশি ভোট পেয়েছে। দ্রুত ডেনমার্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে অবস্থান নেওয়া দল নালেরাক পার্টি ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর ক্ষমতাসীন ইনুইত আতাকাতিগিট পার্টি (আইএ) ২১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে নেমে গেছে।
ডেমোক্রেটিট পার্টির নেতা এবং সাবেক শিল্প ও খনিজ মন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন বলেছেন, “মানুষ পরিবর্তন চায়... আমরা আমাদের কল্যাণের জন্য আরো কাজ করতে চাই। আমরা আগামীকালের স্বাধীনতা চাই না, আমরা একটি ভালো ভিত্তি চাই।”
রয়টার্স জানিয়েছে, নিলসেন এখন অন্যান্য দলের সাথে আলোচনা করে একটি জোট সরকার গঠনের চেষ্টা করবেন।
ফল ঘোষণার পর ইনুইত আতাকাতিগিটের নেতা এবং প্রধানমন্ত্রী মুট এগেদে ফেসবুক পোস্টে বলেছেন, “আমরা নির্বাচনের ফলাফলকে সম্মান করি।” আসন্ন জোট আলোচনায় তিনি যেকোনো প্রস্তাব শুনবেন বলে জানিয়েছেন।
ঢাকা/শাহেদ