পাবনার চাটমোহরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মামলাটি করেন ভুক্তভোগীর ছাত্রীর বাবা। মামলা নম্বর ৮।

মামলার আসামিরা হলেন- হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন (২৫) এবং তার সহযোগী একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন (১৮)।

আরো পড়ুন:

শিক্ষার্থীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্ত গ্রেপ্তার

যুবলীগ নেতার ১৩ বছরের কারাদণ্ড

এর আগে, উপজেলার হরিপুর ইউনিয়নে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ছাত্রী বলেন, “দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন বিরক্ত করত। নানা রকম কুপ্রস্তাব দিত। আমি তাদের প্রস্তাবে সাড়া দেইনি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক আমাদের বাড়িতে আসে। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।”

তিনি আরো বলেন, “এ সময় রতন ও মামুন আমার মুখ চেপে ধরে বাইরে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে। আমি ও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করি।”

হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, “অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক।”

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান আলী বেলেন, “মামলা রুজু হওয়ার পরপরই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব।”

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল

এছাড়াও পড়ুন:

নদী গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে চাকরির সুযোগ

নদী গবেষণা ইনস্টিটিউটে রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশি নাগরিকেরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারিত হবে। 

নদী গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে। নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অথবা প্রার্থীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

পদের বিবরণ ও বিস্তারিত

১. বৈজ্ঞানিক কর্মকর্তা

পদসংখ্যা: ১৫

গ্রেড: নবম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের বয়স: ৩২ বছর

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (ক) পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, কৃষি ইঞ্জিনিয়ারিং, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রলিকস, হাইড্রলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা (খ) পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, ফলিত গণিত, মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে আবেদনকারীদের।

আবেদনের শেষ সময়

আবেদনপত্র জমার শেষ তারিখ ১৫ মে ২০২৫, বিকেল ৫টা।

আবেদনের বিস্তারিত জানতে ও দেখতে এখানে ক্লিক করুন।

সম্পর্কিত নিবন্ধ