ঢাকায় কিশোরীকে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
Published: 12th, March 2025 GMT
পাঁচ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আজ বুধবার এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন মোহন (২৪), সাব্বির (১৮) ও রাসেল (১৯)। রায় ঘোষণার পর তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার রায়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৭ জুন ১৩ বছর বয়সী কিশোরী তার এক বান্ধবীকে নিয়ে কামরাঙ্গীরচরে রসূলপুরে চটপটি খেতে যায়। সেখানে তিনজন বন্ধুর সঙ্গে কিশোরীর দেখা হয়। খাওয়াদাওয়া শেষ করে রাত ১১টার দিকে তারা যখন হাসান নগর এলাকায় আসে, তখন আসামি মোহন, সাব্বির ও রাসেল ওই কিশোরীকে ধরে নিয়ে পাশের একটি নির্মাণাধীন বাসায় নিয়ে যান। তাঁরা কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
ঘটনার দুই দিন পর ওই কিশোরীর পরিবার কামরাঙ্গীরচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। আজ এই মামলার রায় ঘোষণা করা হলো।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রিমান্ডে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ, অন্য দুজন এখনো পলাতক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে দুই দিন অতিবাহিত হলেও এজাহারভুক্ত অন্য দুই আসামি এখনো গ্রেপ্তার হয়নি।
এদিকে আজ সোমবার সকালে ভুক্তভোগী নারীর ফরেনসিক পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী চিকিৎসক সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, তাঁর চিকিৎসা চলছে।
গত শনিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার ও জড়িত দুজনকে আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান অভিযুক্ত আরও দুজন। এ ঘটনায় গতকাল রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। এতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বটতলা এলাকার আশরাফুল ইসলাম ওরফে সিয়াম (২০), জীত সরকার (১৯), মো. লিমন (১৮) ও মো. ইয়াসিনকে (১৮) আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আশরাফুল ও জীত গ্রেপ্তার হয়েছেন। বাকি দুজন পলাতক।
দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন মিয়া বলেন, গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
এদিকে ‘সারা দেশে নারীদের শ্লীলতাহানি ও হয়রানি বৃদ্ধি এবং মাগুরায় শিশু ও কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে’ মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা। আজ বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় সরকারি ইস্পাহানী কলেজ সড়ক এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ ছাড়া সকালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল সড়ক এলাকায় পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আটি ভাওয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।