শিক্ষার্থীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্ত গ্রেপ্তার
Published: 12th, March 2025 GMT
রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর সামনে অশোভন আচরণ করার অভিযোগে মো. রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) ভোরে নওগাঁর মান্দা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন: শিক্ষার্থীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
আরো পড়ুন:
যুবলীগ নেতার ১৩ বছরের কারাদণ্ড
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিন জনের যাবজ্জীবন, দুই শিশুর ১০ বছরের দণ্ড
গ্রেপ্তার রানা রাজশাহী নগরের কেশবপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রী বুধবার সকালে রাজশাহীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ছাত্রী গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশায় ওঠেন। তার সামনে বসা রানা একাধিকবার ছাত্রীর পায়ে নিজের পা স্পর্শ করেন এবং একপর্যায়ে নিজের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ করতে থাকেন।
ছাত্রী ঘটনার ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায়। এরপর স্থানীয় ছাত্র ও জনতা রানার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। তবে তিনি স্ত্রী-সন্তানসহ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গোয়েন্দা পুলিশ রানাকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। অতীতেও তিনি এ ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা/কেয়া/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সেই ‘ক্রিম আপা’কে কারাগারে আটক রাখার আবেদন
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ভিউ পেতে বা অনলাইন থেকে টাকা আয়ের জন্য সন্তানদের ওপর ‘নির্যাতন চালানোর’ ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার অভিযোগে ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
শুক্রবার (১১এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) ওমর ফারুক তাকে আদালতে হাজির করে এই আবেদন করেন। তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
শারমিন শিলার পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেছেন।
আরো পড়ুন:
হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিনাত জাহানের আদালতে জামিনের বিষয়ে শুনানি হবে।
বুধবার (৯ এপ্রিল) আশুলিয়া থানায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ।
মামলার বর্ণনা অনুযায়ী, শারমিন শিলা একজন বিউটিশিয়ান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ক্রিম আপা’ নামে পরিচিত। মূলত মেক-আপের কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ছেলে ও মেয়েকে নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করেন। গত ৩ মার্চ বিকাল ৪টায় তার ফেসবুক আইডির একটি ভিডিও ভাইরাল হয়।
সেই ভিডিওতে দেখা যায়, শারমিন তার মেয়েকে জোর করে মুখে খাবার দিচ্ছেন। মেয়েটি খেতে না চাইলে এক হাতে মুখে চাপ দিয়ে, অন্য হাতে কেক জাতীয় খাবার মুখে ঢোকাচ্ছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
এজাহারে বলা হয়েছে, শারমিন শিলা মাতৃসুলভ আচরণ না করে সন্তানদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করছেন, যা তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এমন আচরণ শিশু আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘একাই একশো’ গত ৬ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে শারমিনের বিরুদ্ধে স্মারকলিপি দেয়। পরে জেলা প্রশাসন তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
সমালোচনার মুখে পড়ে শারমিন শিলা ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান এবং জানান, ভবিষ্যতে এমন ভিডিও আর করবেন না।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ক্ষমা চাইলেও শিশু নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা/মামুন/রাসেল