চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত একটি ভ্যানের যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ঘটনাটি ঘটে। গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত ভ্যানের যাত্রীরা বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। নজরপুর বাজারের কাছে পৌঁছালে ধারালো অস্ত্র নিয়ে ভ্যানটির গতিরোধ করে ৯-১০ জন। তারা ভ্যানটির যাত্রীদের রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।
আরো পড়ুন:
পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৪
ঠাকুরগাঁওয়ের হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “কিশোর গ্যাংয়ের কিছু সদস্য ছিনতাই করেছে।”
ঢাকা/মেহেদী/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই অভ য গ
এছাড়াও পড়ুন:
নববর্ষে ডুজায় পান্তা-ইলিশ উৎসব
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এ উৎসবের আয়োজন করেন ডুজার সদস্যরা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, ডুজার সাধারণ সম্পাদক মাহাদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
টিএসসিতে ‘ভালো কাজের হালখাতায়’ মনের যত কথা
রাত পোহালেই আনন্দ শোভাযাত্রা, প্রস্তুতি প্রায় শেষ
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ডুজার সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকদের সহযোগিতায় খুব ভালোভাবে আমরা আয়োজন (আনন্দ শোভাযাত্রা) শেষ করতে পেরেছি। এতো বড় আয়োজন, আমরা আগে কোন সময় করিনি।”
তিনি বলেন, “ডুজা শুরু থেকে এ আয়োজনে আমাদের সঙ্গে ছিল। এ রকম সুন্দর একটা আয়োজনের জন্য ডুজাকে ধন্যবাদ জানাই।”
ঢাকা/সৌরভ/মেহেদী