অবৈধ অভিবাসীদের জন্য ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন
Published: 12th, March 2025 GMT
অবৈধ অভিবাসীদের এবার নিজে থেকেই যুক্তরাষ্ট্র ত্যাগ করার সুযোগ দিতে সিবিপি হোম নামে একটি ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। এই অ্যাপের মাধ্যমে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ত্যাগের ইচ্ছা প্রকাশ করতে পারবেন। আর সেক্ষত্রে তাদের কোনো ‘কঠোর পরিণতি’ হবে না বলে জানিয়েছে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল।
ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ডিপোর্টেশন নীতিতে গতি আনতে ট্রাম্প প্রশাসন সোমবার (১০ মার্চ) থেকে এই নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, “সিবিপি হোম অ্যাপটি অনাকাঙ্ক্ষিতদের এখনই চলে যাওয়ার এবং স্বেচ্ছায় ফেরত যাবার বিকল্প দেবে, যাতে তারা ভবিষ্যতে বৈধভাবে ফিরতে পারে এবং আমেরিকান স্বপ্ন বাঁচাতে পারে। যদি তারা তা না করে তবে আমরা তাদের খুঁজে বের করব, নির্বাসন দেব এবং তারা আর কখনও ফিরে আসতে পারবে না।”
আরো পড়ুন:
আমি আলোচনায় বসব না, আপনার যা ইচ্ছা করুন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি ইউক্রেন
এই অ্যাপটি অবশ্য নতুন নয়। এর আগে নাম ছিল সিবিপি ওয়ান, যা মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আশ্রয় পেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য আবেদনের প্রক্রিয়া সহজতর করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু গত ২০ জানুয়ারি, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই সিবিপি ওয়ান অ্যাপটি বন্ধ করে দিয়েছিলেন। যার ফলে মেক্সিকোয় মার্কিন অভিবাসন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করা প্রায় ৩০ হাজার মানুষ চরম সমস্যায় পড়েছিলেন।
সোমবার (১০ মার্চ), ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, এখন তারা এই অ্যাপটিকে ‘সেলফ ডিপোর্টেশন’ বা ‘স্বেচ্ছা নির্বাসন’-এর প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলছে। এর মাধ্যমে অবৈধ অভিবাসীরা সম্ভাব্য গ্রেপ্তার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজে থেকেই যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে পারবেন।
অবৈধ অভিবাসীদের জন্য ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন
ট্রাম্প প্রশাসন অন্যান্য পদক্ষেপও নিয়েছে যা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে চাপ দিতে পারে।
ট্রাম্প প্রশাসনের একটি নিয়ম ১১ এপ্রিল কার্যকর হতে যাচ্ছে, যা অবৈধ অভিবাসীদের ফেডারেল সরকারের সঙ্গে নিবন্ধন করতে বাধ্য করবে, অন্যথায় তাদের জরিমানা বা কারাদণ্ডের মুখে পড়তে হবে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এনআইডি নিজেদের কাছে রাখতে অবস্থান কর্মসূচি ঘোষণা ইসির কর্মকর্তাদের
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীরা। ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সারা দেশে ইসির মাঠপর্যায়ের কার্যালয়ে বেলা ১১টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা এ কর্মসূচির নাম দিয়েছেন ‘স্ট্যান্ড ফর এনআইডি’।
শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। বিগত আওয়ামী লীগ সরকার এ সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিতে আইন সংশোধন করেছিল। তবে তা কার্যকর হয়নি।
এখন অন্তর্বর্তী সরকার জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। ৫ মার্চ তাঁরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন এবং কিছু সময় তাঁর কার্যালয়ের সামনে অবস্থান করেন।
আজ সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, ৫ মার্চ তাঁরা স্মারকলিপি দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন ১২ মার্চের মধ্যে দাবি মানা না হলে কর্মসূচি দেবেন, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। আগামীকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টা তাঁরা কার্যালয়ের সামনে অবস্থান নেবেন।