লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টারে ইন্টারকে পেল বায়ার্ন
Published: 12th, March 2025 GMT
লিগ প্রতিদ্বন্দ্বী বায়ার লেভারকুসেন গত মৌসুমে বায়ার্ন মিউনিখকে বারবার ধরাশায়ী করেছে। তবে এবার চ্যাম্পিয়ন্স লিগে লিগ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দাপট দেখিয়েছে ভিনসেন্ট কম্পানির দল।
প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে বাভারিয়ানরা। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
কোয়ার্টারে তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে। ইতালির লিগ টেবিলে শীর্ষে থাকা এবং চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরম্যান্স করা ইন্টার মিলানের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
দুই দলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৭ এপ্রিল রাতে আলিয়েঞ্জ অ্যারেনায় এবং দ্বিতীয় লেগ ১৪ এপ্রিল রাতে সানসিরোতে মাঠে গড়াবে।
লেভারকুসেনের বিপক্ষে দ্বিতীয় লেগের প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল করে বায়ার্নকে লিড এনে দেন হ্যারি কেন। ৭১ মিনিটে গোল করেন আলফনসো ডেভিস।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব য় র ন ম উন খ
এছাড়াও পড়ুন:
টার্মিনালে বসে থাকা নড়াইল এক্সপ্রেসের সুপারভাইজার মুসাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা
নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার কালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম সমকালকে বলেন, ‘নতুন বাস টার্মিনাল এলাকায় একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তবে তাৎক্ষণিকভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।'
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।