ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে বর্হিবিভাগ বন্ধ
Published: 12th, March 2025 GMT
পাঁচ দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতিতে গেছেন ইন্টার্নি চিকিৎসকেরা। এর ফলে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি চলছে। ঢাকা মেডিকেলের পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগে বন্ধ আছে। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা বিপদে পড়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার ‘সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের’ ব্যানারে দিনভর কর্মসূচি পালনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। পাঁচ দাবিতে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক নাদিম হোসাইন।
ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি এবং বর্হিবিভাগ বন্ধ থাকায় চরম বিপদে পড়েছেন রোগীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন রোকসানা বেগম। তিনি চর্ম রোগে অক্রান্ত বলে জানালেন।
মুন্সীগঞ্জ থেকে ১৬ মাস বয়সী শিশুকে নিয়ে এসেছেন মা সায়মা বেগম। তিনি বলছিলেন, টিকেট কাটার পরও বাচ্চাকে দেখাতে পারেন নি।
ঢাকা মেডিকেলের বর্হিবিভাগ সূত্র বেলা সাড়ে ১২টার দিকে জানায়, প্রতিদিন এ সময় অন্তত ৭০০ টিকেটে বিক্রি হয়ে যায়। আজ এখন পর্যন্ত অনলাইন ও সরাসরি মিলে ১৯০টি টিকেট বিক্রি হয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক শরিফুল হাসান রাকিব প্রথম আলোকে বলেন, সকাল নয়টা থেকে তাঁদের কর্মবিরতি চলছে। সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেলের পাশাপাশি মিডফোর্ট হাসপাতালের বর্হিবিভাগও বন্ধ আছে।
এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না- এমন দাবি তুলে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন। তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাও। পরে তাদের সঙ্গে যোগ দেয় পোস্ট গ্র্যাজুয়েট টেইনি চিকিৎসকরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ড ক ল কল জ বর হ ব ভ গ ইন ট র ন চ ক ৎসক
এছাড়াও পড়ুন:
প্রাইভেট ও কমিউনিটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ৫ দাবি
রংপুরের প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মধ্যম পর্যায়ের চিকিৎসকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিক জটিলতার প্রতিবাদ এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা স্বাস্থ্য খাতে বিদ্যমান অসঙ্গতি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা ম্যাটস চিকিৎসকদের ‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিষয়ে তীব্র আপত্তি জানান। পাশাপাশি, রেজিস্ট্রেশনপ্রাপ্ত চিকিৎসক ব্যতীত অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না মর্মে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি তোলেন।
আরো পড়ুন:
নড়াইলে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা
পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পাঁচ দফা দাবির মধ্যে আরো ছিল- শূন্য পদে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩৪ বছরে উন্নীতকরণ, চিকিৎসকদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন, স্বাস্থ্য খাতের দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা দূর করা এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাফিস হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন- একই মেডিকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল, নাঈমসহ অন্যান্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
ঢাকা/আমিরুল/মাসুদ