ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার বারইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শৈলকুপা থানার ওসি মাছুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রারইপাড়া গ্রামের মন্টু মোল্লা একই গ্রামের লিখন হোসেনের কাছ থেকে ১ হাজার টাকা পেতেন। গতকাল রাতে সেই টাকা চাওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে স্বপন বিশ্বাস নামে একজনকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

আরো পড়ুন:

সুনামগঞ্জে সংঘর্ষ চলাকালে মৃত্যু, গুজব বলছে পুলিশ

গৌরনদীতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ৯

শৈলকুপা থানার ওসি মাছুম খান বলেন, ‍“এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। পুলিশ কাউকে আটক করেনি।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত স ঘর ষ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু, আটক ১

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব (২৫) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি রেস্তোরাঁর কর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে ছাত্রদলের নেতা দাবি করেছেন, নিহত তরুণ ছাত্রদলের কর্মী।

এ ঘটনায় সম্রাট (২৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। সম্রাট শহরের গলাচিপা এলাকার মো. হোসেনের ছেলে।

এ সম্পর্কে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ৯টায় শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ থেকে তাঁরা ধর্ষণবিরোধী মশালমিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। নেতা-কর্মীরা যখন বাড়ি যাচ্ছিলেন, তখন শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় ছাত্রদলের কর্মী অপূর্বকে একজন ছুরিকাঘাত করেন। আহত অপূর্বকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আজিজুল ইসলাম আরও বলেন, ‘এ সময় ছুরিকাঘাত করা এক যুবককে আশপাশের লোকজন আটক করে মারধর করেন। আমরা আইন নিজের হাতে তুলে না দিয়ে ছাড়ানোর চেষ্টা করি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ প্রথম আলোকে জানান, রাতে মশালমিছিল করলে ওই মিছিলের পেছন থেকে কটূক্তি করায় চড় মারেন অপূর্ব। তখন সম্রাট ছুরি দিয়ে তাঁকে আঘাত করেন। এই ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তি ছাত্রদলের কেউ নন। তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন। মূলত তাঁর সঙ্গে এক পোশাককর্মীর কথা-কাটাকাটির জেরে ওই ঘটনা ঘটেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরায় উত্তেজিত জনতার হাত থেকে একজনকে বাঁচাল বিজিবি ও পুলিশ
  • সাতক্ষীরায় ৩ শর্তে ‘মবকে’ রাজি করিয়ে একজনকে বাঁচাল বিজিবি ও পুলিশ
  • নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু, আটক ১
  • ইয়াবা রুট ঢাকা টু মালদ্বীপ