‘শীতল হোক শরীর, দূর হোক ক্লান্তি; এসির হাওয়ায় মনে আসুক প্রশান্তি’—এই স্লোগানে আজ বুধবার থেকে শুরু হচ্ছে অনলাইনে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) মেলা। প্রথম আলো ডটকম চতুর্থবারের মতো এই অনলাইন মেলার আয়োজন করেছে।
এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় এসি প্রস্তুতকারক ও বাজারজাতকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইলেকট্রোমার্ট (গ্রী এসি), সিঙ্গার বাংলাদেশ, হায়ার বাংলাদেশ, হাউজ অব বাটারফ্লাই, স্মার্ট ইলেকট্রনিকস (সনি-স্মার্ট) এবং মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস।
আয়োজকেরা জানান, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নানা মডেলের এসির প্রদর্শনী করা হবে। পাশাপাশি বাংলাদেশে এসির বর্তমান বাজার ও পরিস্থিতি এবং এসির ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার থাকবে।
এ ছাড়া রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের এসির বিস্তারিত তথ্য ও অফার। ব্র্যান্ডগুলোর বিক্রয়কেন্দ্র ঘুরে তাদের ঈদ আয়োজনসহ থাকছে দেশের জনপ্রিয় তারকাদের এসি নিয়ে রিভিউ ভিডিও।
১০ দিনব্যাপী এ অনলাইন এসি মেলা চলবে ২১ মার্চ পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে acmela.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রতিবেশী তিন দেশ সফর করছেন সি
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে সফর শুরু করবেন। এ বছর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। তাঁর লক্ষ্য চীনের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সুসংহত করা। সি এমন এক সময় তাঁর এ সফর শুরু করছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের বাণিজ্য উত্তেজনা চলছে।
সি তাঁর সফরে ১৪ থেকে ১৫ এপ্রিল ভিয়েতনাম ও মালয়েশিয়ায় যাবেন এবং ১৫ থেকে ১৮ এপ্রিল কম্বোডিয়ায় যাবেন। গতকাল শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়। সিনহুয়া জানায়, এ সপ্তাহে চীনের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বব্যাপী সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ১৪৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের শিকার চীন। ওয়াশিংটনের ক্ষতিকর বাণিজ্য শুল্কের ছায়ায় থাকা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বেইজিং।
সি ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে তিন দেশ সফর করছেন। এর আগে সর্বশেষ ৯ বছর আগে তিনি কম্বোডিয়া এবং ১২ বছর আগে মালয়েশিয়া সফর করেন।